promotional_ad

ওয়ার্নারের সেঞ্চুরিতে পার্থে প্রথম দিন অস্ট্রেলিয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি

১১ মার্চ ২৫
মহসিন নাকভি ও শহীদ আফ্রিদি

পার্থ টেস্টের প্রথম দিনটি ছিল ডেভিড ওয়ার্নারময়। সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ের অপেক্ষায় থাকা এই অজি ওপেনার সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর তাতে ভর করেই অস্ট্রেলিয়া প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ৩৪৬ রান করে।


যদিও দিনটি পাকিস্তানের হতে পারত। দলের পেসাররা দারুণ বোলিং করলেও উইকেটরক্ষক ও ফিল্ডাররা ভুল না করলে আরও বেশ কয়েকটি উইকেট নেয়ার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দিয়েছিলেন ওয়ার্নার ও উসমান খাওয়াজা।


দুজনে প্রথম সেশনে যোগ করেন ১১৭ রান। এই জুটি আগেই ভাঙতে পারত। অভিষিক্ত আমির জামালের বলে স্লিপে টপ এজ হয়েছিলেন খাওয়াজা। তবে সহজ ক্যাচ নিতে পারেননি সালমান আঘা। পরের দুই সেশনে অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন পাকিস্তানের বোলাররা। 



promotional_ad

বিশেষ করে দ্বিতীয় সেশনে তারা তুলে নেয় খাওয়াজা ও মার্নাস ল্যাবুশেনের উইকেট। খাওয়াজাকে ব্যক্তিগত ৪১ রানে ফুলার লেন্থের বলে আউট সাইড এজ করে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন শাহীন আফ্রিদি। এরপর ল্যাবুশেনকে মাত্র ১৬ রানে এলবিডব্লিউ করেন ফাহিম আশরাফ।


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১১ মার্চ ২৫
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

এরপর অভিজ্ঞ স্টিভেন স্মিথকে নিয়ে অজিদের ইনিংস টেনেছেন ওয়ার্নার। ১২৫ বলে তিনি টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিন অঙ্কে পৌঁছে লাফিয়ে তার উৎযাপনই বলে দিচ্ছিল এই সেঞ্চুরি তাকে কতটা স্বস্তি দিচ্ছে। চা পানের বিরতির আগে স্মিথ ও ওয়ার্নার মিলে যোগ করেন ৭৯ রান। 


শেষ সেশনের শুরুতেই এই জুটি ভাঙেন আমির জামাল। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে কট বিহাইন্ড হন স্মিথ। ফলে শেষ হয় তার ৩১ রানের ইনিংস। এরপর ট্রাভিস হেডকে নিয়ে ওয়ার্নার যোগ করেন আরও ৬৬ রান। তাকে সঙ্গে নিয়েই দেড়শ পেরিয়ে যান এই অজি ওপেনার।


অবশ্য এরপর আর বেশিক্ষণ থিতু হতে পারেননি ওয়ার্নার। তিনি আমিরের শর্ট বলে পুল করতে গিয়ে লং লেগে ইমাম উল হককে ক্যাচ দিয়ে আউট হন। ২১১ বলের ইনিংসে ১৬৪ রান আসে তার ব্যাট থেকে। ৪টি ছক্কার সঙ্গে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ১৬টি চারের মার।



আগের ওভারেই হেডকে আউট করেন আমির। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ৪০ রান। তিনিও আমিরের শিকার হয়েছেন। দিনের বাকি সময়টা দেখেশুনে পাড়ি দিয়েছেন মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। মার্শ ১৫ ও ক্যারি ১৪ রান নিয়ে দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball