promotional_ad

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন পরামর্শক জয়াসুরিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পুরো বোর্ডকে বরখাস্ত করেছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এরপর এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সরকারি হস্তক্ষেপের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মুখে পড়ে দেশটি।


এরপর থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। আগের বোর্ড বহাল থাকলেও তাতে এসেছে একাধিক পরিবর্তন। বদলে ফেলা হয়েছে পুরো নির্বাচক প্যানেলই। নির্বাচক কমিটির প্রধান করা হয়েছে উপুল থারাঙ্গাকে। আর তার সঙ্গে অজান্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরাকে যুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।



promotional_ad

এবার পরামর্শ হিসেবে সনাথ জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের অধীনে থাকা দলগুলোর দেখভাল করবেন তিনি। এর আগেও শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন জয়াসুরিয়া।


আগের মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। অবশ্য সেই সময় ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বিশেষ করে কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে তাকে না জানিয়ে অবসর নিয়েছিলেন। ফলে এই ঘটনায় সমালোনার মুখে পড়েছিলেন জয়াসুরিয়াও।


জয়াবর্ধনে এখন শ্রীলঙ্কা জাতীয় দলের পরামর্শক হিসেবে আছেন। ফলে একই সঙ্গে এবার কাজ করতে দেখা যাবে তাদের। এদিকে ২০১৯ সালে আইসিসির দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের কারণে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।



২০২১ সাল পর্যন্ত ক্রিকেটীয় কোনো কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত হতে পারবেন না বলেও জানানো হয়েছিল সেই সময়। নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটের সঙ্গে আবারও যুক্ত হয়েছিলেন জয়াসুরিয়া। মেলবোর্নের ক্লাব মালগ্রাভে কোচের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball