অশ্বিনকে ‘শিক্ষকের’ চোখে দেখেন লায়ন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১৩ ঘন্টা আগে
এক সময় তিন ফরম্যাটেই ভারতের স্পিন আক্রমণের অন্যতম ভরসা ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে সময়ের পরিক্রমায় রঙিন পোশাকে ভারতের ভরসার জায়গায় এসেছেন অনেক নতুন স্পিনার। ফলে জায়গা ছেড়ে দিতে হয়েছে অশ্বিনকে। তবে সাদা পোশাকে এখনও ভারতের সেরা বোলার তিনিই।
অশ্বিনের বৈচিত্র্যময় বোলিং এখনও ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। এই অশ্বিনকে এখন কোচ মানেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লায়ন। অনেক ম্যাচে একে অপরের বিপক্ষে খেলেছেন অশ্বিন-লায়ন। একে অপরের বিপক্ষে খেলা বেশ উপভোগও করেছেন তারা।

এবার লায়ন জানিয়েছেন ভারতীয় এই স্পিনারের ক্যারিয়ারের শুরু থেকেই অনুসরণ করেন তিনি। তার কাছ থেকে শেখার কথাও গোপন করেননি লায়ন। অশ্বিনের বিপক্ষে লম্বা সময় খেললেও তাকে শ্রদ্ধার চোখেই দেখেন এই ডানহাতি স্পিনার।
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১২ ঘন্টা আগে
অশ্বিনের প্রশংসা করে লায়ন বলেছেন, 'আপনি অশ্বিনকে দেখুন, সে বিশ্বমানের বোলার এবং আমি তাকে ??ুব কাছ থেকেই দেখেছি ক্যারিয়ারের শুরু থেকে। বিশ্বের বিভিন্ন কন্ডিশনে আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। তার জন্য শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই আমার। আমি অবশ্যই তার কাছ থেকে শিখেছি।'
অশ্বিন সাদা পোশাকের ক্রিকেটেই নিয়েছেন ৪৮৯ উইকেট। ওয়ানডেতে ১৫৬ আর টি-টোয়েন্টিতে ৭২। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেটের সংখ্যা ৭১৭। আর লায়ন টেস্টে নিয়েছেন ৪৯৬ উইকেট। ওয়ানডেতে ২৯টি আর টি-টোয়েন্টিতে মাত্র একটি। সব মিলিয়ে লায়নের নামের পাশে ৫২৬টি। অস্ট্রেলিয়ার এই স্পিনার মনে করেন দুজনই ক্যারিয়ার শেষে একসঙ্গে বসে নিজেদের অর্জন নিয়ে লম্বা সময় আড্ডা দিতে পারবেন।
এ প্রসঙ্গে লায়নের ভাষ্য, 'আপনি কারো বিপক্ষে খেলা মানে তার কাছ থেকে শেখার সুযোগও এবং সে না জানলেও সে আমার অন্যতম বড় কোচ। এটা দারুণ ব্যাপার যে আমরা দুজনই ৫০০ উইকেটের মাইলফলক পার করেছি এবং আমরা কোথায় শেষ করি এটাই দেখার বিষয়। আশা করছি ক্যারিয়ার শেষে দুজনে কোথাও বসব এবং বিয়ার হাতে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব।'