‘ভারতে বাজবল খেললে অশ্বিন-জাদেজারা ইংল্যান্ডকে উড়িয়ে দেবে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
১ ঘন্টা আগে
ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ফলাফল যা-ই হোক 'বাজবল' চালিয়ে যাবে ইংল্যান্ড। কিছুদিন আগেই ব্যাপারটি নিশ্চিত করেছেন দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককলাম। কিন্ত ভারতের স্পিন সহায়ক পিচে এমন সিদ্ধান্তের পক্ষে নন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। তাই আগে থেকেই দলকে সতর্ক করলেন তিনি।
টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলেছে ‘বাজবল’ তত্ত্ব। ফলে সাদা পোশাকের ক্রিকেটে হয়ে উঠেছে আরও আক্রমণাত্মক। এই তত্ত্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলকে পরাজিত করলেও সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে আশানুরূপ সাফল্য পায়নি ইংলিশরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের জন্য আতঙ্ক হয়ে উঠেন অজি স্পিনার নাথান লায়ন।

অ্যাশেজের প্রথম টেস্টে এই অজি স্পিনার বেশ ভুগিয়েছে ইংলিশদের। এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। বাজবল খেলতে গিয়ে লায়নের কাছে হিমশিম খেতে হয়েছে স্টোকসদের। সেখানে ভারতের মাটিতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের বিপক্ষে বাজবল খেলতে গেলে তাদের অবস্থা আরো করুণ হতে পারে, এমনটাই মনে করেন ভন।
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
২৩ ঘন্টা আগে
লায়নের উদাহরণ টেনে ভন বলেন, ‘তখন মাত্র একজন স্পিনার ছিল। সেই টেস্টে চারটি অথবা পাঁচটি (উইকেট) নিয়েছিলো। সেখানে ফিল্ডাররা মাঠ জুড়ে ছড়িয়ে ছিলো, আর ইংল্যান্ডের ব্যাটাররা অদ্ভুত সব শট খেলে আউট হয়েছিলো। আপনি যদি স্পিন উইকেটে অশ্বিন, জাদেজা এবং অক্ষর প্যাটেলকে যোগ করেন। তাহলে তারা আপনাকে (বাজবল খেললে) উড়িয়ে দিবে, একদম 'ধ্বংস' করে দেবে।’
অ্যাশেজে আশানুরূপ ফল না পেলেও বাজবল দিয়ে দর্শকদের ভিন্ন কিছু দিতে চান স্টোকস। কিছুদিন আগে এমনটাই জানিয়েছিলেন দলটির অধিনায়ক। ভন নিজেও মন্তব্য করেছেন, বাজবলে ইংল্যান্ডে সফল হলে এটা দেখতে বেশ দুর্দান্ত হবে। তাই দলকে ভারতের স্পিনারদের নিয়ে সতর্ক করলেন তিনি।
ইংল্যান্ড ব্যাটারদের সতর্ক করে ভন বলেন, ‘তারা সেখানে যাবে এবং ঠিক একইভাবে খেলবে। তারা যেভাবে ভারতে খেলবে এবং সেটার প্রভাব ফেলার চেষ্টা করবে, আর কি অর্জন করবে সেটা নিয়ে এর আগেও আমরা কথা বলেছি। এটা দেখতে দুর্দান্ত হবে। তবে আপনার মাথায় রাখতে হবে, এখানে তিনজন স্পিনার ইংল্যান্ডকে (ব্যাটারদের) নিয়ে কাজ করবে। যেভাবে নাথান লায়ন একজন স্পিনার হিসেবে কাজ করেছিলো।’