আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা দিলো আইসিসি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
১০ ফেব্রুয়ারি ২৫
আইসিসির কাছ থেকে স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির দ্বিতীয় আসর থেকে সব ম্যাচের রেকর্ড আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হবে।
আইসিসির সহযোগী দেশগুলোর লিগকে এর আগে কখনোই আনুষ্ঠানিক টি-টোয়েন্টির মর্যাদা দেয়নি আইসিসি। কিন্তু আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে এই ধারা ভাঙতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

টুর্নামেন্টটির দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। আর সেটি শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। এর মাঝে সবধরনের রেকর্ড লিপিবদ্ধ করবে আইসিসি। এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে সংস্থাটি।
বর্ণীল ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টি আয়োজিত হয় মোট ছয়টি দলকে নিয়ে। এর মধ্যে তিনটি দলই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষের। প্রথম আসরের এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল গালফ জায়ান্টস।
এদিকে আইএল টি-টোয়েন্টির সাথে একই সময়ে বা তার আগে-পরে শুরু হবে বাংলাদেশের বিপিএল, সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ। পাকিস্তানে শুরু হয়ে যেতে পারে পিএসএলও।
এতো এতো টুর্নামেন্টের মাঝেও অবশ্য ভালো খেলোয়াড়ের স??কট হচ্ছে না আইএল টি-টোয়েন্টিতে। কেননা ডেভিড ওয়ার্নার, শাহিন শাহ আফ্রিদি, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, রহমানউল্লাহ গুরবাজ, ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরাস, মাহিশ থিকসানা, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডানরা ইতোমধ্যেই এই টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখিয়েছেন।