promotional_ad

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ এগিয়ে আনতে চায় অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশের ২৯ ক্রিকেটার কেউ

২ ঘন্টা আগে
ফাইল ছবি

আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম অনুযায়ী, ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের দুই টেস্টের একটি সিরিজ খেলার কথা। এবার সেই সিরিজটি এগিয়ে আনতে চাইছে স্বয়ং অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে তারা।


টেস্ট মর্যাদা পাওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ একবারই টেস্ট খেলার সুযোগ পায়। ২০০৩ সালের জুলাইতে ডারউইন ও কেয়ার্নসে দুটি টেস্ট খেলে দুই দল। সেটা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট গ্রীষ্মের বাইরে।



promotional_ad

অজিদের মাটিতে ২১ বছর পর দ্বিতীয় টেস্ট সফরের হাতছানি। আর এই সফরটি হলে অস্ট্রেলিয়ার গ্রীষ্মে খেলার একটা বিরল অভিজ্ঞতা হতে পারত বাংলাদেশের। এবার অস্ট্রেলিয়ার চাওয়ায় সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি।


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১১ মার্চ ২৫
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি ২০২৭ সালের মার্চে না খেলে ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে খেলতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই এই ব্যাপারে অবগত আছে বিসিব। যদিও চূড়ান্ত হয়নি কিছুই।


বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তারা একটা প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টা এখনো আলোচনার পর্যায়ে আছে।’



বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের আগে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ড এবং ভারতীয় দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে নাকি ৩ টেস্টের পরিবর্তে ৪ টেস্টের সিরিজ খেলতে চায় অজিরা। ২০২৭ সালের সেই গ্রীষ্মে ইংলিশদের বিপক্ষে অজিদের প্রথম টেস্ট খেলার ১৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।


জানা গেছে, সবকিছু মিলিয়েই বাংলাদেশ সিরিজ এগিয়ে আনতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে ২০১৮ সালে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball