বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কিউইদের নেতৃত্বে ভারত পপলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশের ২৯ ক্রিকেটার কেউ
২ ঘন্টা আগে
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আগামী বৃহস্পতিবার ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ইতোমধ্যেই একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
লিংকনের বার্ট সুটসলাইফ ওভালে অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন ভারত পপলি। জন্মগতভাবে তিনি ভারতীয়। যদিও নিউজিল্যান্ডে নিজেকে স্থায়ী করেছেন। ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিসট্রিক্টের হয়ে খেলা এই ব্যাটার ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

একইসঙ্গে তার ২১টি লিস্ট 'এ' ক্যাটাগরির ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে। ৩৩ বছর বয়সী এই ব্যাটারের নেতৃত্বেই ভরসা রাখছে এনজেডসি।
পপলি ছাড়াও নিউজিল্যান্ডের ডেভেলপমেন্ট স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে এই একাদশে।
ঘরোয়া ক্রিকেটে এখনও অভিষেকই হয়নি এমন ২ ক্রিকেটারকেও রাখা হয়েছে এই স্কোয়াডে। তারা দুজন হলেন নিকিথ পেরেরা এবং সম্রাট সিংহ। প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের কোচিং করাবেন হাই পারফরম্যান্স নেটওয়ার্কের কোচ গ্রায়েম অ্যালড্রিজ, বব কার্টার ও পল ওয়াইজম্যান।
নিউজিল্যান্ড একাদশ: ভারত পপলি, জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান।