‘শান্ত ভালো লিডার, নেতৃত্বের ভেতরের জিনিসগুলো বুঝে’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকেট করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
অধিনায়কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিস্থিতি বুঝে বোলিং পরিবর্তন করা, বোলারের পরিকল্পনা বুঝে ফিল্ডিং সাজানোর মতো। এমন কাজে নিজের দক্ষতার প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট টেস্টের প্রথম ইনিংসে শান্তর নেতৃত্বগুণ ‘লেটারমার্ক’ ই পাওয়ার কথা।
প্রথম ইনিংসে বোলিং পরিবর্তন করতেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। পুরো ইনিংসে এমন ঘটনা ঘটেছে চারবার। শুরুর দিকটায় শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ যখন উইকেট এনে দিতে পারছিলেন তখন শান্ত বল তুলে দেন তাইজুল ইসলামের হাতে। বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় ওভারেই টম লাথামকে বিদায় করেছেন তিনি।
মাঝে মুমিনুল হকের হাতে বল তুলে দিয়েও সাফল্য পেয়েছেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় দিনের শেষ বেলায় নতুন বলেও উইকেট এনে দিয়েছেন তাইজুল। তৃতীয় দিন সকালে টিম সাউদি ও কাইল জেমিসনকে আউট করতে পারছিলেন না শরিফুল, মিরাজ, তাইজুলের কেউই। এমন সময় মুমিনুলের দ্বারস্থ হন বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক।

শান্তর আস্থার প্রতিদান দিতে ভুল করেননি মুমিনুল। বোলিংয়ে এসে জেমিসনকে ফিরিয়ে ভেঙেছেন তাদের জমে উঠা জুটি। একই ওভারে বিদায় করেছেন সাউদিকেও। পুরো ইনিংসে বোলিংয়ে যতগুলো পরিবর্তন করেছেন তার বেশিরভাগই পক্ষে গেছে শান্তর। এরপর ব্যাটিংয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে এসে শান্তর অধিনায়কত্বের প্রশংসা করে মুমিনুল বলেন, ‘আমার মনে হয় লিডার হিসেব??? ও ভালো। যেটা ভালো বোঝে সেটাই করে। ভেতরের জিনিসগুলো বোঝে। অনেক অধিনায়ক বোলারের কথা শোনে। ও ওর মতো করে।’
গত বছরের জুলাইয়ে টেস্টের নেতৃত্ব ছাড়েন মুমিনুল নিজে। এরপর সাদা পোশাকে বাংলাদেশের নেতৃত্বভার তুলে দেয়া হয় সাকিব আল হাসানের কাঁধে। তার অধীনেও বাংলাদেশ বড় দলের বিপক্ষে আহামরী কিছু করে ফেলেছে সেটা বলার সুযোগ নেই। এদিকে চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না সাকিবের।
যার ফলে কিউইদের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলেছেন শান্ত। শান্তর প্রশংসা করার পর মুমিনুলের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনজনের নেতৃত্বের মাঝে পার্থক্য কী? কারও সঙ্গে তুলনা না করে অভিজ্ঞ এই ব্যাটার মনে করিয়ে দিলেন একেকজনের থিওরি একেকরকম।
মুমিনুল বলেন, ‘আপনারা আরও ভালো বুঝবেন (শান্তর অধিনায়কত্ব)। আপনারা বাইরে থেকে দেখেন। দল তো ভালোই খেলছে। ওই হিসেবে চিন্তা করলে আমার মনে হয় ভালো। কারও সাথে কারও তুলনা করা যাবে না। একেকজনের থিওরি একেকরকম।’