promotional_ad

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকেট করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||


আরো পড়ুন

আমরা নিয়মিত ৩০০ করি না, এটি মেনে নিতেই হবে: শান্ত

২৫ ফেব্রুয়ারি ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত, ফাইল ফটো

প্রতিপক্ষকে চাপে ফেলতে আক্রমণের চেয়ে বড় অস্ত্র তো আর কিছু নেই। নাজমুল হোসেন শান্তও হাঁটলেন সেই পথেই। শুরু থেকে করা আগ্রাসী ব্যাটিংয়ে স্বাগতিকদের কক্ষপথেই রেখেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। যতটা ভালো ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন ঠিক ততটাই বাজে বলে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন তিনি। শান্তর আউট দেখে রীতিমতো অবাক হয়েছেন মাহমুদুল হাসান জয়। তার উইকেট পাওয়া গ্লেন ফিলিপস ভাগ্যবান ভাবছেন এমন ডেলিভারিতে উইকেট পেয়ে।


টেস্টে অধিনায়কের অভিষেকে আগ্রাসী ব্যাটিংয়ে দাপট দেখাতে শুরু করেছিলেন শান্ত। এজাজ প্যাটেলকে ছক্কা মেরে শুরু করা এই ব্যাটার এরপর ছক্কা মেরেছেন আরও একটি। চারও মেরেছেন তিনটি। দ্রুত রান তুলতে গিয়ে প্রায়শই উইকেট থেকে বেরিয়ে এসে খেলছিলেন শান্ত। ফিলিপসের বিপক্ষেও একই ধরনের চেষ্টা করছিলেন তিনি।



promotional_ad

ডানহাতি এই অফ স্পিনারের লোপ্পা ফুলটস ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টা করলেন। আগেই উইকেট থেকে বেরিয়ে আসায় ফুলটস ডেলিভারিতেও জোরের উপর খেলতে পারলেন না শান্ত। লং অনের সীমানা থেকে একটু এগিয়ে এসে খুব সহজেই ক্যাচ লুফে নিলেন কেন উইলিয়ামসন। অপর প্রান্তে থাকা জয় এভাবে শান্তকে আউট হতে দেখে অবাকই হয়েছেন।


আরো পড়ুন

১১ রানে ফাহাদের ৪ উইকেট, চট্টগ্রামের জয় ১০ উইকেটে

১৪ ডিসেম্বর ২৪
১১ রানে ৪ উইকেট নিয়ে চট্টগ্রামের জয়ের নায়ক ফাহাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্তর আউট প্রসঙ্গে জয় বলেন, ‘একটু তো হতাশ। আউট তো হয়ই। ফুলটস বলে হয়ে গেছে। সব দিন তো হবে না। আমি একটু অবাক হয়েছি। এর আগে অনেকগুলো ভালো শট খেলেছিলেন।’


শান্তর আক্রমণাত্বক ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে জয় বলেন, ‘শান্ত ভাই তো এভাবেই ব্যাটিং করে। উনার পরিকল্পনাই ছিল উনার স্বাভাবিক ব্যাটিংয়ের, সেটাই করেছে। একটু তো হতাশা থাকবেই। সবাই সবসময় সেট হওয়ার সুযোগ পায় না। সেট হয়ে ৩০-৪০ রান করে আউট হলে সবাই-ই একটু হতাশ হবে।’



এমন দৃষ্টিকটুভাবে আউট হয়ে হতাশ হয়েছেন শান্ত নিজেও। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ককে এমনভাবে আউট হতে দেখাটা অবিশ্বাস্য লাগছিল নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। ফিলিপসের মতো খানিকটা ভড়কে গেছেন উইলিয়ামসনও। যদিও ফুলটস বলে আউট হওয়াকে দোষের কিছু দেখেন না ফিলিপস।


বরং নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জানিয়েছেন, এমন ফুলটসে শুধু শান্ত নয় তিনিও আউট হয়েছেন। এমনকি অন্য ব্যাটাররাও আউট হন। এমন ডেলিভারিতে উইকেট পেয়ে নিজেকে খানিকটা ভাগ্যবান মানছেন ফিলিপস। তিনি বলেন, ‘আমিও ফুলটস বলে আউট হয়েচি। প্রত্যেক ব্যাটারই ফুলটস বলে আউট হয়ে থাকে। তবে আমি খানিকটা ভাগ্যবান, এটা বলতেই হয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball