সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১১ রানে ফাহাদের ৪ উইকেট, চট্টগ্রামের জয় ১০ উইকেটে
১৪ ডিসেম্বর ২৪
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিন দারুণ এক ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয়। যদিও অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি তরুণ এই ওপেনার। দারুণ ইনিংসে মন ভরলেও সেঞ্চুরি মিসের আক্ষেপ আছে তার।
ইনিংসের সূচনা করতে নেমে ১৬৬ বলে ৮৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন জয়। এই ইনিংসেই প্রেরণা খুঁজে পায় বাংলাদেশ। ভিন্ন ভিন্ন উইকেট জুটিতে জয়কে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল ইসলাম।

শান্তর সঙ্গে জয়ের জুটি রানের খাতায় যোগ করে ৫৩ রান। আর মুমিনুলের সঙ্গে জয়ের জুটিটি ছিল ৮৮ রানের। এই জুটিতেই প্রথম দিনে তিনশ পার করে বাংলাদেশ। দিন শেষে ৯ উইকেটে ৩১০ রান নিয়ে দিন শেষ করে তারা।
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
১১ ঘন্টা আগে
জয় বলেন, 'আমারও বড় ইনিংসের সুযোগ ছিল, মিস করে ফেলেছি। প্রতিদিন এরকম সুযোগ আসে না। আজ এসেছিল, মিস করে ফেলেছি। সবাই ভালো শুরু পেয়েছিল কিন্তু বিল্ড আপ করতে পারেনি। এটা আমাদের আক্ষেপ।'
'বোর্ডে ৩০০ রান আছে। এখন ভালো পজিশনে আছি। ওপেনার হিসেবে প্রতিদিন তো আর সেট হওয়ার সুযোগ আসে না। দুইটা সুযোগই হাতছাড়া করেছি। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব।'
জয়ের পাশাপাশি দলীয় লক্ষ্যও পূরণ হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে ৩৮০ বা অন্তত ৩৫০ রান তোলার লক্ষ্য ছিল তাদের। যদিও নিউজিল্যান্ডের স্পিনারদের জন্য এমনটি আর হয়নি। তিনশ পার করেই খুশি থাকতে হয়েছে বাংলাদেশকে।
জয় আরও বলেন, 'আমাদের লক্ষ্য ছিল ৩৫০ বা ৩৮০ রান। হয়নি, চেষ্টা করব যে রান আছে এই রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখা। স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে ইনশাআল্লাহ কম রানে অলআউট করা সম্ভব।'