promotional_ad

বিপিএল পর্যন্ত অপেক্ষা তামিমের, এরপর সিদ্ধান্ত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

১৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝ পথে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পড়ে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এই বাঁহাতি ওপেনার। এরপর নিউজিল্যান্ডের দুটি ওয়ানডে ম্যাচে খেললেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।


এরপর সবধরনের ক্রিকেট থেকেই বিরতিতে আছেন তামিম। সর্বশেষ জাতীয় লিগেও তাকে দেখা যায়নি। তামিম কবে আবারও ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা এসব নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয়েছে। এরই মধ্যে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।



promotional_ad

বৈঠক শেষে বিকেলে নিজের বাসার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম। নিজের পরিকল্পনা খোলাসা না করলেও এই ওপেনার জানিয়েছেন জানুয়ারি পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলেছেন বিসিবি সভাপতি। এরপর বিপিএলে খেলতে পরামর্শ দিয়েছেন তিনি। এরপর আবারও বোর্ডের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তামিম।


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

তিনি বলেন, 'জিনিসটাকে লম্বা করার আমার কোনো ইচ্ছে নেই। প্রেসিডেন্টের সঙ্গে এবং বোর্ডের সঙ্গে অনেক কিছু আলোচনা করেছি। তাদেরকেও আমার সম্মান দিতে হবে। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছে, বিপিএল খেলার পর দেখা যাক কি হয় এরপর আবারও আলোচনা হবে।'


বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তামিমের একার কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। কদিন পরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে বিপিএল। আপাতত সেটাই নিজের লক্ষ্য করছেন দেশসেরা এই ওপেনার।



তামিম বলেছেন, 'ইচ্ছেকৃতভাবে জিনিসটাকে আমি কোনোভাবেই লম্বা করব না। আমি বলেছি আমার কি পরিকল্পনা। উনি বলেছেন আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। সবার সঙ্গে কথা বলে কঠিন সিদ্ধান্ত নেবেন। আমি অপেক্ষা করব এবং দেখব কি হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball