promotional_ad

নিজেদের জয় উদযাপন করো, অন্যের হার নয়: গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

১২ মার্চ ২৫
শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

ক্রিকেটে ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে যায় মাঠের বাইরে। একে অপরের বিপক্ষে জয়টা সেখানে মর্যাদার হয়ে দাঁড়ায়। এমনকি দল দুটোর সমর্থকরা এখন একে অপরের পরাজয় বেশ ঘটা করেই উদযাপন করে। ফলে দুই দেশের সমর্থকদের এমন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন দুই দেশের সাবেক দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম ও গৌতম গম্ভীর।


রাজনৈতিক দ্বন্দ্বের জেড়ে প্রায় একযুগ কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের মত বড় টুর্নামেন্ট ছাড়া একে অপরের বিপক্ষে খেলার সুযোগও হয় না তাদের। তবে এক দলের পরাজয় অন্য দল বেশ ঘটা করেই উদযাপন করে। যদিও এমন কাণ্ড শুধু পাক-ভারত মাঝেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপে বাংলাদেশের হারেও উল্লাসে মজতে দেখা গেছে অনেক ভারতীয় সমর্থকদের।



promotional_ad

একই কাণ্ড ঘটেছে বিশ্বকাপে ভারতের ক্ষেত্রে। বিশ্বকাপের ফাইনালে হারের পর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকরাও করেছে উল্লাস। এমন কাণ্ডে হতাশ হয়েছেন সাবেক পাকিস্তানি বোলার ওয়াসিম। তার মতে সমর্থকদের এমন কাণ্ডের পিছনে দু দেশের কিছু ব্যক্তির নেতিবাচক প্রচারণার ভূমিকা আছে। ভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।


সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, 'আমি কারও নাম বলছি না, কিন্তু দুই দেশেই এমন কিছু বিখ্যাত ব্যক্তি আছেন, যাদের কর্মকাণ্ড এটাকে উসকে দেয়। আপনার দেশের প্রতি আপনার টান আছে, আমার দেশের প্রতি আমার টান আছে। ব্যাপারটা এখানেই শেষ করে দিন। যখন কেউ খারাপ করছে, তখন তাদের ব্যঙ্গ করার পরিবর্তে একে অপরকে সম্মান করুন। দিন শেষে এটা কিন্তু শুধুই একটা খেলা।'


দু'দেশের রাজনৈতিক দ্বন্দ্বের জন্যই মূলত এমনটা বেশি হচ্ছে। তাই গম্ভীরে মনে করেন অন্তত খেলার ক্ষেত্রে এমন মানসিকতায় পরিবর্তন আনা। পাকিস্তান কিংবদন্তির সূরে তাল মিলিয়ে ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনার মনে করেন একে অপরের হার উদযাপন করার কোনও মানে হয়। এটা নেতিবাচক মানসিকতা। 



গম্ভীর বলেন, ‘অপরের হারে আনন্দিত হওয়ার চেয়ে নিজের দলের জয় উদযাপনে মনোযোগী হোন। আরেক দলের হার উদযাপন করার কোনও মানে হয় না। পাকিস্তান হারলে ভারতের মানুষ খুব খুশি হয়। একই ব্যাপার ভারত হারলে পাকিস্তানেও ঘটে। এটা খুবই নেতিবাচক মানসিকতা। এটা বদলাতে হবে, অন্তত খেলাধুলার ক্ষেত্রে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball