promotional_ad

তামিমকে নিয়ে বিপিএলের পর সিদ্ধান্ত: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও বিশ্বকাপে খেলা হয়নি তামিম ইকবালের। অভিমানের কারণেই বিশ্বকাপে খেলা হয়নি দেশ সেরা এই ওপেনারের। আবার কবে আন্তরজাতিক ক্রিকেটে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তামিমের। সেই বৈঠক শেষে জানা গেল, আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে।


বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বিশ্বকাপ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। এরপরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে গুটিয়ে নেন এই ওপেনার। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও খেলবেন না তামিম।



promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে গত রবিবার পাপনের সঙ্গে বসার কথা থাকলেও সেটি হয়নি। পাপনের সঙ্গে তামিমের বৈঠকটি অনুষ্ঠিত হয় আজ। বৈঠকের জন্য দুপুর বারোটা নাগাদ পাপনের গুলশানের বাসভবনে এসেছিলেন তামিম।


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

১৩ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা ১টা ৪৫ মিনিটে বেরিয়ে আসেন তামিম। যদিও বৈঠক শেষে কোনো কথা না বলেই বিসিবি সভাপতির বাসভবন ত্যাগ করেন তিনি। জানা গেছে, বিকেল পাঁচটায় বনানিতে নিজ বাসায় কথা বলবেন তামিম।


তামিম কথা না বললেও কথা বলতে দেখা গেছে পাপনকে। তিনি বলেন, 'তামিম কিছু কথা বললো, এমন একটা সময় বলেছে যে আমার হাতে একদম সময় নেই। আর এক মাস পর আমার নির্বাচন। তাই এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি।'



'আমি ওকে বলেছি দেখো, নির্বাচন শেষে এসেই যে আমি তোমার সব কথা শুনবো তেমন কিন্তু না। আমি কারো কথায় কিছু করবো না, আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি ডিপে ঢুকে সমস্যাটা জানতে চাই। বিপিএল পর্যন্ত অপেক্ষা করব, এরপর কথা বলব।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball