সাকিব ভাই ফোন করে আমাদের উইশ করেছেন: শান্ত

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
তিন সংস্করণেই এখন পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। যদিও বিশ্বকাপের পর ইনজুরির কারণে মাঠের ক্রিকেটে ফেরা হচ্ছে না বিশ্ব??েরা এই অলরাউন্ডারের। তার পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলের সঙ্গে না থেকেও সব ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে তার। সবাইকেই শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের ১৫ সদস্যের দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন হাসান মুরাদ। দলে ফিরিয়ে আনা হয়েছে নাইম হাসান, নুরুল হাসান সোহানদেরও।

সিলেটে প্রথম টেস্ট শুরুর আগে শান্ত বলেন, 'হ্যাঁ, সাকিব ভাইকে তো অবশ্যই মিস করব। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। দলের ব্যাপারে উনি গতকাল ফোন করেছিলেন রাতে। তার সাথে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দেরকে উইশ করেছেন এবং বলেছেন আমরা যে জিনিসটা পারি সেটাই যেন করি। এরকমই কথা হয়েছে আরকি।'
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
১৩ ঘন্টা আগে
কিউইদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে আছেন শাহাদাত হোসেন দিপু ও হাসান মাহমুদও। দুজনই টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। এদিকে মুশফিকুর রহিম ছাড়া তেমন কোনও সিনিয়র ক্রিকেটার টেস্ট দলে নেই। স্কোয়াডে নেই তামিম ইকবালও।
যদিও শান্ত মনে করেন সাকিব-তামিমদের না থাকাটা সবার জন্যেই সুযোগ, 'একটা সময় সাকিব, মুশফিক ভাইয়েরা খেলবে না। এটা তরুণদের জন্য সুযোগ। এটা চ্যালেঞ্জ হিসেবে নেয়া উচিত'
বর্তমানে অবশ্য ইনজুরির মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন সাকিব। আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলদেশের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হয় তাকে।
এ ছাড়া জাতীয় নির্বাচন নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাকিব। ইতোমধ্যেই তিনটি আসনেই জন্য মনোনয়নপত্র কিনে সেগুলো জমা দিয়েছেন তিনি। এর মধ্যে মাগুরা-১ আসনে আওয়ামীলীগের হয়ে নির্বাচন করার সুযোগ পেয়েছেন তিনি।