promotional_ad

‘নতুন বাংলাদেশকে’ নিয়ে লড়তে প্রস্তুত হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

১৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

চোট আর ছুটির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে নেই নিয়মিত একাদশের ৫ ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদরা না থাকায় সুযোগ মিলেছে বেশ কয়েকজন ক্রিকেটারের। তরুণদের নিয়ে গড়া এই দলকে 'নতুন বাংলাদেশ' হিসেবে আখ্যা দিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। নতুন বাংলাদেশকে নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করতে প্রস্তুত তিনি।


কদিন আগেই শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে গেল কয়েক মাস ধরে নিয়মিতই এই সংস্করণে খেলছে বাংলাদেশ। সেখান থেকে এবার টেস্টে ক্রিকেটে ফেরার পালা ক্রিকেটারদের। এক টানা ওয়ানডে খেলে হুট করে টেস্ট খেলতে নামাটা খানিকটা চ্যালেঞ্জিং। সেটা জানেন হাথুরুসিংহও।


সেই ভাবনা থেকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে খেলানো হয়েছে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের মতো বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের। এ ছাড়া স্কোয়াডের বাকি ক্রিকেটারের মাঝে বেশিরভাগই খেলেছেন এনসিএলে। কিউইদের সামাল দিতে প্রস্তুত বলে জানান হাথুরুসিংহে।



promotional_ad

প্রথম টেস্টের দুদিন আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘যারা বিশ্বকাপ খেলেছে তাদের জন্য আমরা এনসিএলকে ব্যবহার করার চেষ্টা করেছি। প্রস্তুতির জন্য তারা এনসিএলের শেষ রাউন্ড খেলেছে। বেশিরভাগ ব্যাটারই সুযোগটা কাজে লাগিয়েছে। বাকিদের মাঝে বেশিরভাগই এনসিএল খেলছিল। দেখুন, বিভিন্ন কারণে এটা দেখতে প্রায় নতুন বাংলাদেশের মতো। ইচ্ছে করে এমন কিছু করা হয়নি। কিছু ইনজুরির কারণে এমনটা হয়েছে। আমরা যতটা পারি ততটা প্রস্তুত। সত্যি বলতে টেস্ট সিরিজের জন্য আমি মুখিয়ে আছি।’


ঘরের মাঠে টেস্ট সিরিজ হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া যাচ্ছে না সাকিব, তাসকিন, তামিম ইকবাল, ইবাদত হোসেন এবং লিটন দাসকে। বিশ্বকাপ থেকেই চোটে ভুগছেন সাকিব ও তাসকিন। এদিকে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন ইবাদত। দুই মাসের বেশি সময় কেটে গেলেও সেরে উঠতে পারেননি ডানহাতি এই পেসার।


ফলে চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না এই তিন ক্রিকেটারের। এদিকে এক মাসের ছুটিতে আছেন লিটন। বিশ্বকাপ না খেলা তামিম নেই ম্যাচ খেলার মতো অবস্থায়। তাদের মতো অভিজ্ঞ ৫ ক্রিকেটারকে হারানো চ্যালেঞ্জিং বলে জানান হাথুরুসিংহে। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান কোচ মনে করিয়ে দিয়েছেন, তারা সারাজীবন খেলবে না।


হাথুরুসিংহে বলেন, ‘আমাদের তাসকিন, ইবাদতও নেই। এতজন অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়া যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ তারা সবাই তিন সংস্করণের ক্রিকেটই খেলে। কেউ ১৫ বছর ধরে খেলছে, আবার কেউ খেলছে ১০ বছর ধরে। এজন্য বলছিলাম একটা দিক থেকে আমরা সামনে তাকাতে পারি।’



‘তরুণরা সেটা করতে পারে। যারা লম্বা সময় ধরে খেলছে তাদের ছাড়া সামন?? এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। তারা সারাজীবন খেলবে না। এটা অবশ্য অনেকগুলো কারণে ঘটেছে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর। নিজেদের মেলে ধরার জন্য তরুণদের জন্য ভালো সুযোগও।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball