promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের কৌশলে দাপট দেখাব: বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

৫ মার্চ ২৫
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান দলের নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। তবুও পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরে দলের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে দেখা গেছে সাবেক এই অধিনায়ককে। সতীর্থদের নিজেদের কৌশলে লড়াই চালানোর পরামর্শ দেন তিনি।


পার্থে আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। পরের দুটি টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে কখনোই টেস্ট সিরিজ জেতেনি পাকিস্তান। এই সিরিজের আগে তাই সতীর্থদের প্রেরণা যোগান বাবর।



promotional_ad

তিনি বলেন, ‘দলে প্রায় আগের সব ক্রিকেটারই আছে। নতুন ছেলেদের জন্য অস্ট্রেলিয়া সফর দারুণ একটা সুযোগ। এটা শান মাসুদের জন্যও বড় সুযোগ। যেখানে যাই না কেন, আমাদের চেষ্টা থাকে দাপট দেখানোর। ওখানে এমন নয় যে আমরা দাপট দেখাতে পারব না। আমরা পারব, আমাদের সেই সামর্থ্য আছে। আমরা নিজেদের কৌশলে দাপট দেখাব।’


আরো পড়ুন

পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের

১৯ ঘন্টা আগে
পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম

এদিকে বিশ্বকাপের পর পাকিস্তান দলের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়া সফরে দলের প্রধান কোচের দায়িত্বেও থাকবেন তিনি। এ ছাড়া পেস বোলিং কোচ হিসেবে উমর গুল এবং স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন সাঈদ আজমল।


অভিজ্ঞ কোচদের পরামর্শ ছাড়া অস্ট্রেলিয়ায় জয় পাওয়া সহজ হবে না বলে মনে করেন বাবর। এ কারণে কোচদের অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার পরামর্শ দেন তিনি।



তাদের উপরে প্রত্যাশার জানান দিয়ে বাবর আরও বলেন, ‘আমরা যে কাজই করি না কেন, আমরা একতাবদ্ধ। মোহাম্মদ হাফিজ, উমর গুল ও সাঈদ আজমলের অভিজ্ঞতা কাজে দেবে। হুট করেই সব পাওয়া যায় না, অভিজ্ঞতা থেকে আসে। আমরা যত বেশি একে অন্যের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নেব, ততই আমাদের উপকার হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball