টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক রোহিতকে চান গম্ভীর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩
১২ মার্চ ২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর খেলবেন না রোহিত শর্মা। ভারতের অধিনায়ককে নিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে চান গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই ক্রিকেটারের চাওয়া শুধু ব্যাটার হিসেবে নয় অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ খেলুক রোহিত।
কদিন আগেই শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। বর্তমানে রোহিতের বয়স ৩৬ বছর। সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। তাতে করে সেই বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা ক্ষীণই। এর মাঝে আলোচনা শুরু হয়েছে রোহিতের টি-টোয়েন্টির ভবিষ্যত নিয়ে। ২০২২ সালে রোহিতের অধীনে সেমিফাইনালে উঠেছিল ভারত।

যদিও সেই বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টি খেলছেন না রোহিত। মূলত ওয়ানডে বিশ্বকাপের দিকে মনো??োগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক। রোহিতের পথে হেঁটেছিলেন বিরাট কোহলিও। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে তারা দুজনই সফল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দুজনকেই চান গম্ভীর।
৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি
৯ মার্চ ২৫
স্পোর্টসকিডার সঙ্গে আলাপকালে গম্ভীর বলেন, ‘তাদের (রোহিত ও কোহলি) দুজনকেই দলে নেয়া উচিত। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। আপনি যদি রোহিতকে নেন, যা আসলে হওয়া উচিত। বিরাট এমনিতেই বাছাই হবে। রোহিত যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাকে অধিনায়ক হিসেবে নেয়া উচিত যে ব্যাটিং করতে পারে।’
এদিকে রোহিত না খেলায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারেন গুজরাট টাইটান্সকে আইপিএল শিরোপা জেতানো এই ক্রিকেটার। প্রধান নির্বাচক অজিত আগারকারও নাকি তরুণদের নিয়ে দল সাজাতেই উৎসাহী।
হার্দিকের প্রশংসা করলেও অধিনায়ক হিসেবে রোহিতকেই চাওয়া গম্ভীরের। তিনি বলেন, ‘হ্যাঁ, হার্দিক টি-টোয়েন্টিতে দারুণ অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি এখনও বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। রোহিতকে শুধু ব্যাটার হিসেবে নিও না। রোহিত দুর্দান্ত একজন অধিনায়ক এবং ওয়ানডে বিশ্বকাপে সে তার ব্যাটিং দিয়ে দেখিয়েছে।’