ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন টাং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৫ ঘন্টা আগে
টেস্টের পর ওয়ানডে অভিষেকের খুব কাছেই ছিলেন জশ টাং। ওয়েস্ট ইন্ডিজ সফরে রঙিন পোশাকে অভিষেকও হওয়ার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে অনুশীলনে চোট পাওয়ায় ক্যারিবিয়ান সফর থেকে ছিটকে গেলেন টাং।
ভারত সফরকে ভাবনায় রেখে সংযুক্ত আরব আমিরাতে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প করছে ইংল্যান্ড। প্রায় ২০ জন ক্রিকেটার নিয়ে চলছে অনুশীলন ক্যাম্প। ইংল্যান্ড লায়ন্সের নামে হওয়া সেই অনুশীলন ক্যাম্পে ছিলেন টাং।

অনুশীলন ক্যাম্প শেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল তাদের। ইংল্যান্ড গেলেও আপাতত ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না টাংয়ের। অনুশীলন করার সময় চোট পাওয়ায় ক্যারিবিয়ান সফর থেকে ছিটকে গেছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত টেস্ট খেলা টাংয়ের বদলি হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ম্যাথু পটস। ফলে ২৫ বছর বয়সি এই পেসার ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অবশ্য বদলি ঘোষণা করেনি ইসিবি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকায় ভারত সফর দিয়ে দলে ফিরবেন টাং। যেখানে রোহিত শর্মার দলের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। টাংয়ের বিশ্বাস উপ মহাদেশের কন্ডিশনে তার পেস ইংল্যান্ডকে সহায়তা করবে। বল রিভার্স করা নিয়েও কথা বলেছেন ডানহাতি এই পেসার।
লায়ন্স ক্যাম্প চলাকালীন টাং বলেন, ‘আমার মনে হয় উপ মহাদেশের কন্ডিশনে আমার গতি খানিকটা সহায়তা করবে। আমি বল রিভার্স করতে পারি এবং আমার বাউন্সার ট্যাকটিক্সও আছে। যা কিনা বেন (স্টোকস) পছন্দ করে। এটা দলকে নিশ্চিতভাবে সাহায্য করবে।’