promotional_ad

প্রথম টেস্ট শুরুর আগেই চলে যাবেন হেরাথ

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপের ব্যর্থতার পর কোচিং স্টাফকে ঢে???ে সাজাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই-তিনজন বাদে বাকি সব পদেই আসছে রদ-বদল। তার মধ্যে আছে স্পিন বোলিং কোচের পদটিও। চলতি মাসেই শেষ হচ্ছে বিসিবির সঙ্গে রঙ্গনা হেরাথের চুক্তি। তবে এর আগে বাংলাদেশে আসবেন এই লঙ্কান, কাজ করবেন নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রস্তুতির দিনগুলোতে।


২০২১ সালের জুনে স্পিন বোলিং কোচ হিসেবে হেরাথের সঙ্গে চুক্তি করে বিসিবি। দেড় বছরের চুক্তিতে সেই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা ছিল তার। কিন্তু তার কাজে বিসিবি খুশি হওয়ায় বিশ্বকাপ শেষে দুই বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়। কিন্তু চলতি মাসে সেই মেয়াদ শেষ হচ্ছে।


মাঝে এমনও শোনা গিয়েছিল, দায়িত্বে থেকে যেতে চান হেরাথ। বিসিবিও তার সঙ্গে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক। তবে চুক্তি বাড়ালে পারশ্রমিক বাড়ানোর দাবি তুলেছেন এই লঙ্কান। এমনকি বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনাও চলছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি।



promotional_ad

বিশ্বকাপ শেষে বাকি কোচিং স্টাফদের মত দেশে ফিরেছিলেন হেরাথ। কথা ছিল ২১-২২ তারিখ নাগাদ বাংলাদেশে ফিরবেন তিনি। সেই হিসেবে বাংলাদেশে ফিরছেন এই লঙ্কান, তবে সপ্তাহখানেক পরই আবারও উড়াল দেবেন নিজ দেশে।


কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর। এর আগ পর্যন্ত সিলেটে অনুশীলন করবে দল, সেখানেই কয়েকদিন শিষ্যদের তালিম দিয়ে দেশে ফিরে যাবেন তিনি। থাকবেন না প্রথম টেস্ট শুরু হওয়ার দিন থেকে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেবেন সোহেল ইসলাম।


এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'হেরাথ টেস্ট সিরিজের আগে আসবে। তবে শুধু প্র্যাক্টিসের দিনগুলো পর্যন্ত কাজ করবে। এরপর সে চলে যাবে, কারণ ওর চুক্তি এই মাসের ৩০ তারিখ পর্যন্ত। প্রথম টেস্ট শুরুর আগেই চলে যাবে, টেস্ট থেকে সোহেল ইসলাম অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকবে।'


এ ছাড়া চুক্তি শেষ হয়ে যাচ্ছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লিরও। তবে এই মেয়াদে তার সঙ্গে ফের চুক্তি নবায়ন করতে আগ্রহী বিসিবি। তবে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটকেও ডিসেম্বর পর্যন্ত রেখে দেওয়া হলেও তার ব্যাপারে সিদ্ধান্ত আসবে বছর শেষে।



এদিকে অ্যালেন ডোনাল্ড চলে যাওয়ায় আপাতত দুই টেস্টে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন হাই পারফরম্যান্স দলের বোলিং কোচ কোরি কলিমোর। সঙ্গে এইপি থেকে ডেভিড হেম্পও যোগ দেবেন জাতীয় দলে, কাজ করবেন ব্যাটিং পরামর্শক হিসেবে। গুঞ্জন আছে, এই দুজন নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে যেতে পারেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball