promotional_ad

মুশফিক-শান্তদের ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তামিমের ঝড়ের পর মুরাদ-নাঈমের বোলিংয়ে জিতল চট্টগ্রাম

১২ ডিসেম্বর ২৪
তামিমের আরেকটি দারুণ শট, ছবি: ক্রিকফ্রেঞ্জি

বাজে বিশ্বকাপ কাটিয়ে আসা মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা খেললেও ব্যাটিংটা ভালো করতে পারেনি রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পাল্লা ভারী করেছেন তারকা ক্রিকেটাররা। হাসান মুরাদের দারুণ বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি রাজশাহীর কোনো ব্যাটার। দুই ইনিংস মিলে বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ৯ উইকেট। এদিকে মাত্র ২৪ রান তাড়া করতে নেমে চট্টগ্রাম বিভাগকে খেলতে হয়েছে মাত্র ১৪ বল।


মাহমুদুল হাসান জয় এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটে ১০ উইকেটের বড় জয় পেয়েছে তারা। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। ৬ ম্যাচ খেলা চট্টগ্রাম ৫ জয়ের বিপরীতে হেরেছে মাত্র একটি ম্যাচে। দুইয়ে থাকা খুলনা বিভাগের পয়েন্ট ৩৪। দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে উঠে এসেছে চট্টগ্রাম।



promotional_ad

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জয়ের জন্য ২৪ রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেন স্বাগতিকরা। ম্যাচ জিততে তাদের খেলতে হয়েছে মাত্র ১৪ বল। ১০ উইকেটের জয়ের দিনে ১১ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল জয়। তাকে সঙ্গ দেয়া পারভেজ ইমন অপরাজিত ছিলেন ২ রানে।


এদিকে আগের দিনের ৬ উইকেটে ৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে রাজশাহী। দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেছেন সাব্বির রহমান। লম্বা সময় টিকে থাকলেও ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। স্পিনার হাসান মুরাদের বলে বোল্ড হয়ে ফিরে যান ৫১ বলে ৭ রান করা সাব্বির।


শেষ দিকে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মোহর শেখ, সাকলাইন সজীব এবং নাহিদ রানারা। তাতে মাত্র ১২৪ অল আউট হয় রাজশাহী। প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট নেয়া সানজামুল ইসলাম ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৩৬ রানে। রাজশাহীকে দ্রুত গুটিয়ে দেয়ার কাজটা করেছেন চট্টগ্রামের হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ৪২ রানে ৫ উইকেট।



নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে খেলেছেন নাজমুল শান্ত, মুশফিক, তানজিদ হাসান তামিরা। দুই ইনিংসে ব্যাটিং করলেও সাফল্যের দেখা পাননি তাদের কেউই। চট্টগ্রামের হয়ে খেলা হাসান মাহমুদ অবশ্য নিয়েছেন ৫ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball