promotional_ad

আজকের দিনটা আমাদের ছিল না: রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩

১২ মার্চ ২৫
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)

দশ ম্যাচের দশটিতে জয়, অপরাজিত থেকে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। পুরো বিশ্বকাপ জুড়ে দাপুটে পারফর্ম করা ভারত এদিন অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই ই করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতার পর এলোমেলো বোলিংয়ে অজিদের কাছে শিরোপা হারিয়েছে রোহিত শর্মার দল। পুরো বিশ্বকাপ ভালো খেললেও ফাইনালের দিনটা তাদের ছিল না বলে জানান ভারতের অধিনায়ক।


টস হেরে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা দেয়ার চেষ্টাই করেছিলেন শুভমান গিল ও রোহিত। তরুণ ওপেনার দ্রুত ফিরলেও রোহিত ছিলেন দুর্দান্ত। তবে বেশি আক্রমণাত্বক ব্যাটিং করতে গিয়ে উইকেট দিয়ে বিলিয়ে দিয়ে গেছেন রোহিত। চারে নেমে ব্যর্থ হয়েছেন দারুণ ছন্দে থাকা শ্রেয়াস আইয়ার। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।



promotional_ad

দুজনে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে খানিকটা স্বস্তি দিয়েছিলেন। তবে সেটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি কোহলি, রাহুলের কেউই। শেষ দিকে সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজারা ব্যাট হাতে অবদান রাখতে না পারায় ভারতকে থামতে হয় মাত্র ২৪০ রানে। এত অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে শুরুটা ভালো করেছিল ভারত।


আরো পড়ুন

‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

৩ ঘন্টা আগে
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

পঞ্চাশ রানের মাঝে তিন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপেও রেখেছিলেন ভারতের পেসাররা। তবে সময় যত বেড়েছে ম্যাচ থেকে ততই ছিটকে গেছে ভারত। পাওয়ার প্লের পর অজিদের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে না পারলে ট্রাভিস হেড ও মার্নাস ল্যাবুশেন মিলে জয় নিশ্চিত করেন। ৬ উইকেটে হারের পর রোহিত জানিয়েছেন, তারা চেষ্টা করেছিলেন কিন্তু কাজে আসেনি।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমাদের আজকের পারফরম্যান্স যথেষ্ট ছিল না। আসলে দিনটা আমাদের ছিল না। আমরা সবভাবেই চেষ্টা করেছি কিন্তু কিছুই কাজে আসেনি।’



রোহিত মনে করেন আরও ২০-৩০ রান করতে পারলে ভালো হতো। ভারতের অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, ‘আরও ২০-৩০ রান হলে ভালো হতো। লোকেশ রাহুল এবং কোহলি দারুণ একটা জুটি গড়েছিল এবং আমরা ভাবছিলাম হয়তো ২৭০-২৮০ রান হবে। কিন্তু আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball