promotional_ad

কোহলি-রোহিতকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩

১২ মার্চ ২৫
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)

আক্রমণাত্বক ব্যাটিংয়ে শুভমান গিলকে সঙ্গে নিয়ে ভারতকে উড়ন্ত সূচনা দিচ্ছেন রোহিত শর্মা। দলের পুঁজি বড় করতে বাকি কাজটা সারছেন বিরাট কোহলি। ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন তারা দুজন। তবে তাদেরকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার।


বিশ্বকাপের আগে থেকেই ছন্দে ছিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা ভালো না করতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে বিধ্বংসী হয়ে উঠেন ভারতের অধিনায়ক। এবারের আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫৫০ রান তুলেছেন ডানহাতি এই ওপেনার। ৫৫ গড়ে রান করা রোহিতের স্ট্রাইক রেট ১২৪.২৫। তার চেয়ে বেশি রান করেছেন কেবল চ???র ব্যাটার।



promotional_ad

রান তোলায় একটু পিছিয়ে থাকলেও তার আক্রমণাত্বক ক্রিকেট ভারতকে অনেকটা যে এগিয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এদিকে রোহিতের মতো ব্যাট হাতে আগুনে ফর্মে রয়েছেন কোহলি। ওয়ানডেতে শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙার দিনে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার কীর্তিও গড়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপেও খেলবেন রোহিত, বিশ্বাস পন্টিংয়ের

১২ মার্চ ২৫
রিকি পন্টিং ও রোহিত শর্মা

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলা কোহলি ১০১.৫৭ গড়ে করেছেন ৭১১ রান। এবারের বিশ্বকাপে তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউই। এমন ছন্দে থাকা ‍দুই ব্যাটারকে নিয়ে তবুও আলাদা করে পরিকল্পনা করতে নারাজ অস্ট্রেলিয়া। যদিও প্যাট কামিন্স জানিয়েছেন, রোহিত ও কোহলি দুর্দান্ত ক্রিকেটার।


এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বলেন, ‘তারা দুজন দুর্দান্ত ক্রিকেটার। তাদের নিয়ে আমাদের কিছু ভাবনা আছে। তাদের বিপক্ষে আমরা কিছু পরিকল্পনা নিয়েই নামবো। তবে নির্দিষ্ট করে আলাদা কোনো পরিকল্পনা নেই।’



টুর্নামেন্টের শুরুর দলে সুযোগ না পেলেও হার্দিক পান্ডিয়ার চোটে একাদশে জায়গা পান মোহাম্মদ শামি। সুযোগ পেয়ে সেটা দুই হাতে লুফে নিয়েছেন ডানহাতি এই পেসার। অন্যদের চেয়ে ম্যাচ কম খেলেও ২৩ উইকেট নিয়ে এখন সবার উপরে আছেন তিনি। কামিন্স মনে করেন, শামি তাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তবে ডেভিড ওয়ার্নাররা সেটা ভালোভাবে সামাল দেবেন বলে বিশ্বাস অস্ট্রেলিয়ার অধিনায়কের।


কামিন্স বলেন, ‘তারা (অস্ট্রেলিয়া) সব বিভাগেই পরিপূর্ণ দল। দেখুন, একজন আছে সে টুর্নামেন্টের শুরুতে খেলেনি কিন্তু সুযোগ পেয়ে ভালো করেছে। অবশ্যই সেটা মোহাম্মদ শামি। সে দুর্দান্ত একজন বোলার। বাঁহাতি ব্যাটারদের জন্য সে দারুণ। কিন্তু তাকে আমরা অনেকবার খেলেছি। আমার মনে হয় আমাদের ব্যাটাররা তার বিপক্ষে ভালো করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball