promotional_ad

ভারতে যাওয়ার আগে আবু ধাবিতে ইংল্যান্ডের ৩ সপ্তাহের ক্যাম্প

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

২ ঘন্টা আগে
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলার কারণে ভারতের কন্ডিশন বেশ চেনা জস বাটলার, জনি বেয়ারস্টোদের জন্য। তবুও বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি তারা। শিরোপা পুনরুদ্ধার করতে গিয়ে বাড়ি ফিরেছে পয়েন্ট টেবিলের সাতে থেকে। বিশ্বকাপ শেষ হওয়ার মাস দুয়েকের মাঝে আবারও ভারতে যেতে হবে ইংল্যান্ডকে।


জানুয়ারির শেষ সপ্তাহে ভারতের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটে ভালো করতে প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না ইংলিশরা। যে কারণে ভারত সফরে যাওয়ার আগে আবু ধাবিতে অনুশীলন ক্যাম্প করবে তারা। সেখানে ৩ সপ্তাহের অনুশীলন ক্যাম্প করে নিজেদের প্রস্তুত করে নিতে চায় ইংল্যান্ড।



promotional_ad

উপ মহাদেশের কন্ডিশনে খেলতে এলে বরাবরই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে। সবশেষ যেবার ভারতে এসেছিল ইংল্যান্ড সেবার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনদের স্পিনের ফাঁদে পড়েছিল তারা। স্পিনারদের সামাল দিতে না পারায় শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হয়নি বেন স্টোকসদের।


আরো পড়ুন

‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

৩ ঘন্টা আগে
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

গতবারের এমন ফলাফল থেকে বেরিয়ে আসতে এবার আগেভাগেই প্রস্তুতি সারছে ইংল্যান্ড। তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প করতে ইতোমধ্যে আবুধাবিতে অবস্থান করছে টেস্ট দলের ২০ ক্রিকেটার। এমন তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।


এবারই প্রথম সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করছে না ইংল্যান্ড। এর আগে পাকিস্তান সফরে যাওয়ার আগে দুবাইয়ে ক্যাম্প করেছিল তারা। যার ফলও হাতে নাতে পেয়েছেন স্টোকসরা। বাবর আজমের দলের বিপক্ষে ইংলিশরা জয় পেয়েছিল ৩-০ ব্যবধানে। সেই পন্থায় ভারতকে হারাতে চায় ইংলিশরা। পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাট অবশ্য জানান, ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতেই এমন ক্যাম্প।



ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্প নিয়ে বোবাট বলেন, ‘আমরা নিজেদের অনুশীলনের পরিকল্পনা অনেকটা এমন ভাবে করেছি যে... আমরা উইকেটের মাঝে বেশি সময় নেবো এবং সেখানেই অনুশীলন সেশন করব। আমরা মূলত লায়ন্সদের (ইংল্যান্ড) অনুশীলনে খুব বেশি নেট অনুশীলন করি না। আমরা মূলত টেস্ট ম্যাচে ঘটা মূহুর্ত ও পরিস্থিতি নিয়ে কাজ করি। যেখানে একজন খেলোয়াড় কিভাবে নিজেকে মেলে ধরতে পারবে সেটি নিয়ে কাজ করি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball