শচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি, বিশ্বাস শাস্ত্রীর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩
১২ মার্চ ২৫
একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি, ৩৪ হাজারের বেশি রান শচিন টেন্ডুলকারের। অবিশ্বাস্য, অভাবনীয় তো বটেই অকল্পনীয়ও। সেঞ্চুরির তালিকায় তার ধারে কাছে কেউ আসতে পারে এমনটা হয়ত কেউ ভাবেননি। সেই অসম্ভব পথ পেরোনোর সঠিক পথেই আছেন বিরাট কোহলি। রবি শাস্ত্রীর বিশ্বাস শচিনের ১০০সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
শচিনের বিদায়ের পর বিশ্ব ক্রিকেটে শাসন করছেন কোহলি। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের যম হয়ে উঠেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। ২৬ হাজারের বেশি রানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ সেঞ্চুরি আছে কোহলির। যার মাঝে ওয়ানডেতে ৫০, টেস্টে ২৯ এবং টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি আছে তার।

অনেকের ধারণা ছিল সেঞ্চুরি আর রানের হিসেবে শচিনকে একটা সময় ছাড়িয়ে যাবেন তিনি। মাস্টার ব্লাস্টারকে ধরতে সেই পথেই আছেন কোহলি। বুধবার (১৫ নভেম্বর) ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শচিনকে ছাড়িয়ে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। এবার তার সামনে শচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার লড়াই।
বয়স আর পারফরম্যান্সে এখনও অন্য সবার চেয়ে এগিয়ে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অনায়াসে ৩-৪ বছর খেলতে পারেন তিনি। এই সময়ের মাঝে ২১ সেঞ্চুরি করতে পারলেই শচিনকে ছাড়িয়ে যাবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। কোহলি যে ছন্দে আছেন তাতে শাস্ত্রী মনে করেন, আগামী ১০ ম্যাচেই ৫ সেঞ্চুরি হতে পারে তার।
আইসিসির রিভিউতে শাস্ত্রী বলেন, ‘শচিন যখন ১০০ সেঞ্চুরি করেছিল তখন কে ভেবেছিল তার ধারে কাছে কেউ আসতে পারবে। সে (কোহলি) ৮০টা সেঞ্চুরি করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ সেঞ্চুরি, যার ৫০টাই ওয়ানডেতে।’
‘যা তাকে অনেক উঁচুতে নিয়ে গেছে। এটা অবিশ্বাস্য। কোনো কিছুই অসম্ভব নয়। তাদের মতো ক্রিকেটার যখন সেঞ্চুরি করা শুরু করে তখন দ্রুতই সেঞ্চুরি করে। পরবর্তীতে ১০ ইনিংসে কোহলি ৫টি সেঞ্চুরিও করতে পারে।’
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কোহলি। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১০১.৫৭ গড়ে ৭১১ রান করেছেন তিনি। তিন সেঞ্চুরির সঙ্গে কোহলির রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার কাছে। সেটাকে আরও উঁচুতে নেয়ার সুযোগ থাকলে ফাইনালে।