৬ দিনে সিরাজকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে মহারাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট নিয়েই সাউথ আফ্রিকার টেস্ট দলে মহারাজ-মুল্ডার
১৯ ডিসেম্বর ২৪
গত তিন সপ্তাহে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পরিবর্তিত হয়েছে মোট তিনবার। সেমিফাইনালের আগমুহূর্তে ঘোষিত এই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছেছেন সাউথ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ।
গত ১ নভেম্বর এই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেসারকে সরিয়ে গত ৮ নভেম্বর চূড়ায় ওঠেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। এবার তাকে ছাড়িয়ে গেলেন মহারাজ। র্যাঙ্কিংয়ের পূর্বের হালনাগাদের পর ৩ ম্যাচে মোট ৭ উইকেট নেন এই স্পিনার।

এর মধ্যে পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেন তিনি। ভারতের বিপক্ষে মাত্র ৩০ রান দিয়ে নেন এক উইকেট। আফগানিস্তানের বিপক্ষে দুটি উইকেটও নেন এই প্রোটিয়া স্পিনার। দুইয়ে নেমে যাওয়া সিরাজ অবশ্য গত সপ্তাহে খারাপ করেননি।
বাকবিতণ্ডায় জড়ানো সিরাজ ও হেডকে আইসিসির শাস্তি
৯ ডিসেম্বর ২৪
ভারতের শেষ তিন ম্যাচে এই পেসারের শিকার ৬ উইকেট। রেটিং পয়েন্টে মহারাজের খুব কাছে তিনি। এই দুজনের দূরত্ব মাত্র ৩ পয়েন্ট। এই র্যাঙ্কিংয়ের তিনে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, চারে আছেন জসপ্রিত বুমরাহ। পাঁচে আছেন কুলদিপ যাদব।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দল জেতানো ম্যাক্সওয়েল ১৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে আসেন। এদিকে গত শনিবার বাংলাদেশের বিপক্ষে ১৭৭ রানের অপরাজিত এক ইনিংস খেলে ১১ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে আসেন মার্শ।
নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্???ুরি করে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। ৫ ধাপ এগিয়ে শ্রেয়াস আছেন ১৩ নম্বরে। ১৭ ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন রাহুল। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এক ধাপ এগিয়ে পাঁচে আছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।