‘আন্ডার ডগ’ হলেও ‘সেরা দল’ হয়ে ফাইনালে যেতে চান উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
গত দুই বিশ্বকাপেই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নিউজিল্যান্ডকে। বুধবার বিশ্বকাপের আরেকটি সেমি ফাইনালে খেলবে কিউইরা। এই ম্যাচে কেন উইলিয়ামসনের দলের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। প্রায় প্রতিটি বিশ্বকাপেই শক্তিশালী দল নিয়ে গেলেও কিউইদের তকমা দেয়া হয় আন্ডারডগের।
অবশ্য তাতে কোনো সমস্যা দেখছেন না উইলিয়ামসন। ২০১৯ বিশ্বকাপেও এই ভারতে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। এবারও সেই জয় থেকেই অনুপ্রেরণা খুঁজতে পারে তারা। অবশ্য সেমি ফাইনালের আগে ভারতকে সমীহের চোখেই দেখছেন উইলিয়ামসন।

তিনি বলেছেন, 'আন্ডারডগ বিষয়টি নিয়ে আপনারা যা লেখেন, তাতে খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তবে সেটা ঠিক আছে। ভারত অসাধারণ খেলছে। সবচেয়ে ভালো দল না হলেও তারা সেরাদের একটি। তবে আমরাও জানি, নিজেদের দিনে যদি সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে তা অবশ্যই আমাদের সেরা সুযোগ দেবে এবং যে কোনো কিছুই হতে পারে।'
সেমি ফাইনালে যেকোনো কিছুর জন্যই প্রস্তুত আছে উইলিয়ামসনের দল। বিশেষ করে সেমি ফাইনালে জায়গা করে নিতে কঠিন লড়াই করতে হয়েছে তাদের। গত কয়েক সপ্তাহ দলের ক্রিকেটাররা যে পরিশ্রম করেছেন এর প্রতিফলন দেখতে চান কিউই অধিনায়ক।
তিনি বলেন, ‘আসরের শেষ পর্যায়ে এসে, সব কিছু নতুন করে শুরু করতে হয়। এখানে আসতে গত ছয় সপ্তাহ আমাদের ভালো ক্রিকেট খেলতে হয়েছে। দলীয়ভাবে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছেন। শুধু তাই নয়, টুর্নামেন্টে এই পর্যায়ে আসতে তারা লম্বা সময় ধরে ভালো ক্রিকেট খেলে এসেছে।’
বিশ্বকাপে নিজেদের ভালো পারফরম্যান্সগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সামনে এগুনোর লক্ষ্য নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা আমাদের ক্রিকেটে মনোযোগ রাখছি। আসরের শেষ পর্যায়ে যা কিছু হতে পারে। একটা বিষয়ে আমরা পরিষ্কার যে, নিজেদের দিনে আমরা সেরা দল। আমরা ভালো ক্রিকেট খেলেই এখানে এসেছি। কিছু ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছি। বাকি ম্যাচগুলো খুব ভালোভাবে জিতেছি।’