promotional_ad

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট স্কোয়াডে ফিরছেন সোহান?

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ব্যর্থ বিশ্বকাপ শেষে রবিবার দেশে ফিরেছে বাংলাদেশ। যদিও ঘরে ফিরে বিশ্রামের জন্য বেশিদিন পাবেন না ক্রিকেটাররা। কারণ চলতি মাসের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজের জন্য দিন দুয়েকের মাঝেই স্কোয়াড ঘোষণা করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। 


লাল বলের স্কোয়াড ঘোষণার আগে অবশ্য ভাবতে হচ্ছে নির্বাচকদের। কারণ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টে নাও খেলতে পারেন লিটন কুমার দাস। বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, লিটন এই বিষয়ে বোর্ডকে এখনও চিঠি না দিলেও বিশ্বকাপ চলাকালীন মৌখিকভাবে ছুটি নেয়ার বিষয়টি জানিয়েছেন।


এমন অবস্থায় প্রশ্ন উঠছে, লিটন ছুটিতে গেলে উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন কে? যদিও নির্বাচকরা এই সমস্যা সমাধানের রাস্তা পেয়েছেন চলমান জাতীয় ক্রিকেট লিগে। যে সমাধানের নাম নুরুল হাসান সোহান! চলতি আসরে সর্বশেষ তিন ইনিংসের দুটিতে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট স্কোয়াডের দরজায় কড়া নাড়ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।



promotional_ad

বিসিবির সেই সূত্র নিশ্চিত করেছে, লিটনের বিকল্প হিসেবে এই মুহূর্তে নির্বাচকদের প্রথম পছন্দ সোহানই। যিনি ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে শেষবার সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। যদিও দেশের হয়ে সবশেষ কোন ফরম্যাটে খেলেছেন বিশ্বকাপের আগের সিরিজেই। যেখানে মূল স্কোয়াডের প্রায় অর্ধেক ক্রিকেটারই ছিলেন বিশ্রামে।


দল ঘোষণা না করলেও স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে জাকির হাসান ও মুশফিকুর রহিম থাকছেন। কিন্তু লাল বলে মুশফিক উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন না। ক্যারিয়ারে ৩ টেস্ট খেলা জাকির এখনও এই ফরম্যাটে উইকেটরক্ষক হিসেবে খেলেননি।


তাছাড়া ভারতের বিপক্ষে দুই টেস্টে লিটন একাদশে থাকলেও উইকেটরক্ষকের ভূমিকাতে ছিলেন সোহানই। তাই সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্কোয়াডে ফিরতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। সোহানের ফেরা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'লিটন ছুটি নেয়া প্রসঙ্গে আমাদের লিখিত কিছু জানায়নি। আমরা দুই-একদিনের মাঝেই স্কোয়াড ঘোষণা করব। সোহানকেও বিবেচনায় রেখেছি আমরা। তবে বৈঠক শেষেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।'


লাল বলের স্কোয়াডে ফেরা প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে সোহান বলেন, 'স্কোয়াডে ডাক পাওয়া প্রসঙ্গে আমি নিশ্চিত কিছু জানি না, এই মুহূর্তে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার যদি ভবিষ্যত নিয়ে লক্ষ্য না থাকে তাহলে কোন ফলাফল পাওয়া যায় না।'



'ক্যারিয়ারে যে জায়গায় আছি আমি স্বপ্ন দেখতেই পারি ২০২৭ বিশ্বকাপে খেলার। এই প্রক্রিয়া মেনেই সামনে এগোচ্ছি। যে সুযোগ গুলোই আসুক না কেন, সেটা যে ফরম্যাটেই হোক আমি চাইব সেটাকে যেন পুরোপুরি কাজে লাগাতে পারি' যোগ করেন তিনি।


এদিকে বিশ্বকাপ থেকে ফেরা ক্রিকেটারদের একটা বড় অংশ খেলবেন জাতীয় লিগের শেষ রাউন্ডে। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলামরা যার যার দলের হয়ে মাঠে নামবেন। তবে শেষ রাউন্ডে খেলবেন না তাইজুল ইসলাম। তাছাড়া দলের সঙ্গে দেশে ফিরে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও চোখ রাখবেন এনসিএলে। শেষ রাউন্ডের ম্যাচ দেখতে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে এই লঙ্কানের।


আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, শেষ পর্যন্ত বাতিল হতে পারে দুদিনের প্রস্তুতি ম্যাচটি। ২৮ নভেম্বর সিলেটে হবে সিরিজের প্রথম টেস্ট, ডিসেম্বরের শুরুতে দ্বিতীয়টি হবে ঢাকায়। বোলিং আর্মে মাসেল টিয়ারের সমস্যায় ভোগা তাসকিন আহমেদ টেস্ট সিরিজে থাকতে পারেন বিশ্রামে। এ ছাড়া এসিএল ইনজুরির কারণে খেলতে পারবে না ইবাদত হোসেনও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball