promotional_ad

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন মরকেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের ক্যাম্প ছেড়ে সাউথ আফ্রিকায় মরকেল

১৮ ফেব্রুয়ারি ২৫
মরনে মরকেল (বামে) ও গৌতম গম্ভীর (ডানে)

এবারের বিশ্বকাপ পর্যন্তই পাকিস্তানের বোলিং কোচ হিসেবে থাকার কথা ছিল মর্নে মরকেলের। বিশ্বকাপ শেষে আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তিনি। পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক এই পেসার।


এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের জুন থেকে ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল মরকেলের, যদিও বিশ্বকাপ শেষ হওয়ার আগেই সরে দাঁড়াচ্ছেন তিনি।



promotional_ad

বিশ্বকাপে অবশ্য পাকিস্তানের যাত্রা শেষ। এরই মাঝে দেশে ফিরে গেছে পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপে গ্রুপ পর্বে অন্য দলগুলোর মতো মোট ৯টি ম্যাচ খেলেছে পাকিস্তান। দুই ম্যাচ জিতে আসর শুরু করলেও মোট পাঁচটি ম্যাচে হেরেছে বাবর আজমের দল।


আরো পড়ুন

৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি

৯ ঘন্টা আগে
পাকিস্তানের টেস্ট জার্সিতে আমের জামাল

এমন ব্যর্থতার পর শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফদের গুরু হিসেবে আর দেখা যাচ্ছে না মরকেলকে। চলতি বছরের ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে পাকিস্তান। এই সিরিজের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার কথা জানিয়েছে পিসিবি। গুঞ্জন আছে এই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওমর গুলকে নিয়োগ দেবে পিসিবি।


এদিকে বোলিং কোচ হিসেবে মরকেলের পরবর্তী গন্তব্য কী, সেটা এখনও নিশ্চিত হয়নি। বর্তমানে অবশ্য আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে নিযুক্ত আছেন তিনি। বোলিং কোচ হিসেবে অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ মরকেল।



সাউথ আফ্রিকার সাবেক এই পেসার এর আগে নামিবিয়ার কোচিং স্টাফে ছিলেন। এ ছাড়া এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবেও ছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball