promotional_ad

বাবরের অধিনায়কত্ব কেড়ে নেয়ার পক্ষে নন আর্থার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

৫ মার্চ ২৫
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

এবারের বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি পাকিস্তান দলের। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত পাকিস্তানের সেমি ফাইনালের সুযোগ বেঁচে ছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে অসম্ভব সমীকরণ পাড়ি দিতে পারেনি পাকিস্তান। বড় হার দিয়েই এবারের বিশ্বকাপ শেষ করেছে বাবর আজমের দল।


বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে মাত্র ৪টিতে। এমন পারফরম্যান্সের পর জোর গুঞ্জন আছে বাবরকে সরিয়ে দেয়া হতে পারে অধিনায়কের পদ থেকে। অবশ্য এমন ফলাফলের পরও বাবর পাশে পাচ্ছেন দলের টেকনিক্যাল ডিরেক্টর মিকি আর্থারকে।



promotional_ad

তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাবর কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও তারা তার পাশে আছেন। বাবরের বয়স কম। অধিনায়কত্বের অনেক কিছু এখনও শিখছেন তিনি। তাই তাকে পরিণত হওয়ার জন্য সময় দেয়ার পক্ষে অভিজ্ঞ এই কোচ। ব্যাটার হিসেবে বাবরের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।


এ প্রসঙ্গে আর্থার বলেছেন, 'আমাদের দলের মধ্যে একতা রয়েছে। আমি বাবরের পাশে আছি। বাবরও আমার খুব কাছের। তার বয়স কম। আগামী দিনের পথে তাকে সঙ্গে নেয়া উচিত। সব সময়েই তাকে দেখি কিছু না কিছু শিখতে। আমরা জানি ব্যাটার হিসাবে সে কতটা ভালো। অধিনায়কত্বের ব্যাপারে প্রতিদিন নতুন কিছু শিখতে চায়। তাকে সেই সময়টা দেওয়া উচিত।'


বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের রোষানলে পড়েছেন বাবর। অনেকেই তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অবশ্য বাবর ব্যাট হাতে এবারের বিশ্বকাপে পাকিস্তানের অন্যতম সেরা পারফর্মার। ৯ ম্যাচ খেলে এই বিশ্ব আসরে ৪০ গড়ে বাবরের ব্যাট থেকে এসেছে ৩২০ রান। এর মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরিও।



বাবরকে ছেঁটে ফেলার আগে  তার ভুল খুঁজে বের করে সুধরানোর সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন আর্থার, 'বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর আগে ওর ভুল খুঁজে বার করতে হবে। ভুল করা কোনো অপরাধ নয়। বাবরও করে এবং সেটা থেকে সে শেখে। দলকেও একসঙ্গে রাখে। তাই ওকে সরানোটা ঠিক হবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball