‘অসম্ভব সমীকরণ’ মেলানোর গুরুদায়িত্ব ফখরকে দিচ্ছেন বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
৫ মার্চ ২৫
শ্রীলঙ্কাকে হারিয়ে টানা পঞ্চমবারের মত বিশ্বকাপের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিউইদের জয়ে পাকিস্তানের যেই সমীকরণ দাঁড়িয়েছে সেটা ক্রিকেটের ভাষায় মেলানো অসম্ভব। কিন্ত এরপরও আশা ছাড়তে নারাজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেমিফাইনাল খেলতে ইংল্যান্ডের বিপক্ষে সব সমীকরণ মাথায় রেখেই মাঠে নামবে তারা। এসব সমীকরণ মেলানোর গুরুদায়িত্ব ওপেনার ফখর জামানকে দিচ্ছেন বাবর।
গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা নিউজিল্যান্ডের রান রেট +০.৭৪৩। এদিকে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাকিস্তান। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলে তাদেরও সমান পয়েন্ট হবে। তবে সমস্যা তাদের নেট রান রেট +০.০৩৬। কিউইদের সঙ্গে এই ব্যবধান কমাতে তাদের অসাধ্য সাধন করতে হবে। সমীকরণ বলছে এটা প্রায় অসম্ভব।

স্বপ্নের সেমি ফাইনালে খেলতে হলে কলকাতায় পাকিস্তান আগে ব্যাটিং করলে ইংল্যান্ডকে অন্তত ২৮৭ রানে হারাতে হবে। পরে ব্যাটিং করলে সেই সমীকরণটা আরও কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে ৫০ রানের মাঝে অল আউট করে ২ ওভারের মাঝেই ম্যাচ জিততে হবে তাদের। আর এটা মেলানোর যে অসম্ভব সেটা না বললেই চলে। তবে বাবর আগেই হাল ছাড়তে চান না।
৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি
১৪ ঘন্টা আগে
ম্যাচে আগের দিন সংবাদ সম্মেলনে বাবর বলেন, 'আমরা ইংল্যান্ডের বিপক্ষে নেট রান রেটের পরিকল্পনা করেছি। যাই হোক, আমরা ম্যাচের প্রথম বল থেকেই অন্ধ স্লোগান নিয়ে খেলা শুরু করতে পারি না। আমরা পরিকল্পনা করেছি কিভাবে (ম্যাচের) প্রথম ১০ ওভার খেলতে হবে এবং কি করতে হবে। ফখর জামান যদি ২০-৩০ ওভার খেলতে পারেন, তাহলে আমাদের যা প্রয়োজন সেটা আমরা করতে পারি।'
অবশ্য বিশ্বকাপটা বেশ ভালো ভাবেই শুরু করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পায় বাবরের দল। এরপর আফগানিস্তানের বিপক্ষে সহ টানা চারটি পরাজয় তাদের এমন জটিল সমীকরণে ফেলে দিয়েছে। যদিও শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও কিউইদের বিপক্ষে বৃষ্টি আইনে জয় তাদের সেমির আশা বাঁচিয়ে রেখেছিল। তবে রান রেটের বাঁধায় সেটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
অবশ্য এরপরও হাল ছাড়তে নারাজ বাবর। নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। আশাবাদী এই অধিনায়ক বলেন, 'আপনি কখনই জানেন না যে সামনে কি ঘটতে যাচ্ছে। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে।'