promotional_ad

নাহিদাকে টপকে মাসসেরা ম্যাথিউস, ছেলেদের রাচিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে রেকর্ডগড়া বোলিং করেছিলেন নাহিদা আক্তার। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে জিতেছিলেন সিরিজ সেরার পুরস্কারও। এমন পারফরম্যান্সের পর মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।


যদিও শেষ পর্যন্ত পুরস্কার জেতা হয়নি নাহিদার। ২০২১ সালের মতো এবারও হেইলি ম্যাথিউসের পারফরম্যান্সের কাছে হেরে গেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে দাপুটে পারফর্ম করে বাংলাদেশের স্পিনারকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ম্যাথিউস।



promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। তিন ম্যাচে ব্যাট হাতে ম্যাথিউস করেছিলেন ১৫৫ গড়ে ৩১০ রান। যেখানে রয়েছে ম্যাচ জেতানো ১৩২ রানের একটি ইনিংস। প্রথম টি-টোয়েন্টিতে ৯৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটার শেষ ম্যাচেও খেলেছিলেন ৭৯ রানের ইনিংস।


বল হাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছিলেন ৩৬ রানে ৩ উইকেট নেয়ার দারুণ স্পেল। এমন পারফরম্যান্সের পর অনুমেয়ভাবেই মাসসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এদিকে নাহিদা ও ম্যাথিউসের সঙ্গে তৃতীয় ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের অ্যামিলিয়া কের।


ছেলেদের ক্রিকেটে মাসসেরার পুরস্কার জিতেছেন বিশ্বকাপ রাঙানো রাচিন রবীন্দ্র। টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নিজেকে পুরোদমে মেলে ধরেছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। অক্টোবরে ৬ ম্যাচে ৮১.২০ গড়ে রাচিন করেছেন ৪০৬ রান। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েই মাসসেরার পুরস্কার জিতলেন রাচিন।



নিউজিল্যান্ডের তরুণ এই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ভারতের জসপ্রিত বুমরাহ এবং সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক। প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার অক্টোবরে করেছিলেন ৪৩১ রান। এদিকে পেসার বুমরাহ নিয়েছিলেন ১৪ উইকেট। তবে তাদের দুজনের কেউই রাচিনকে টপকে পুরস্কার জিততে পারেনি। ‍ৃ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball