promotional_ad

তারা এখনও পারফর্ম করছে, সাকিবদের ‘শেষ’ বিশ্বকাপের প্রশ্নে হাথুুরুসিংহে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

চোট নিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান, খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে। সেই ম্যাচে দেখা যাবে মুশফিকুর রহিম ও মাহমুদউল???লাহ রিয়াদকে। পারফরম্যান্সে তেমন ভাটা না পড়লেও বয়স আর পারিপার্শ্বিকতার বিচারে এটিই হয়ত তাদের দুজনের শেষ বিশ্বকাপ ম্যাচ। সাকিবদের হয়ত শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে। বয়সের কারণে ধরে নেয়া হচ্ছে এটি হয়ত তাদের তিনজনের শেষ বিশ্বকাপ। মুশফিকরা শেষ বিশ্বকাপ খেলছেন কিনা সেটা জানেন না চান্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি নিজেই।


২০০৭ বিশ্বকাপে অভিষেক হয় সাকিবের। ভারতের বিপক্ষে সেদিন হাফ সেঞ্চুরি করা এই ক্রিকেটার ছিলেন জয়ের নায়কদের একজন। এরপর ২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপ খেলেছেন সাকিব। এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৪১.৪২ গড়ে ১ হাজার ৩৩২ রান করেছেন তিনি। বল হাতে সাকিবের উইকেটের সংখ্যা ৪৩টি। রেকর্ড আর পরিসংখ্যানে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার বাংলাদেশের এই ক্রিকেটার।


একই বিশ্বকাপ থেকে শুরু মুশফিকেরও। অভিষেকটা আগে হলেও সাকিবের মতো পাঁচ বিশ্বকাপ খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ভারতবধের নায়কদের একজন ছিলেন মুশফিকও। পরের চার বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে দেখা মিলেছে তার। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৩৫.২৬ গড়ে ১ হাজার ৫৮ রান করেছেন মুশফিক। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ খেলেছেন চারটি বিশ্বকাপ।



promotional_ad

তার শুরুটা হয়েছিল ঘরের মাঠে হওয়া ২০১১ বিশ্বকাপ দিয়ে। মাত্র ২৪ ম্যাচে ৫৩.৬৪ গড়ে ৯১২ রান করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি আছে তার। পরের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে, সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। তখন সাকিবের বয়স হবে ৪০ বছর। মাহমুদউল্লাহর বয়স ছাড়িয়ে যাবে ৪১।


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১১ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

আরেক ক্রিকেটার মুশফিকের বয়স হবে তখন ৪১ বছর। এমন বয়সেও খেলার উদাহরণ রয়েছে অহরহ। মিসবাহ উল হক তার প্রমাণ। তবে পারফরম্যান্স ও পারিপার্শ্বিকতার বিচারে তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এবারই শেষ বিশ্বকাপ কিনা এমন সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিয়েছেন হাথুরুসিংহে। তবে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর বিশ্বকাপ জার্নি, পারফরম্যান্স এবং ফিটনেসের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ।


হাথুরুসিংহে বলেন, ‘তাদের জার্নিটা দারুণ ছিল। একজন ক্রিকেটারের জন্য চারটি বিশ্বকাপ খেলাটা বিশেষ কিছু। সত্যি বলতে আমি জানি না তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা। তারা এখনও দারুণ ফিট, এখনও পারফর্ম করছে। এই সিদ্ধান্ত নেয়াটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এমন মন্তব্য করতে পারব না যে এটা তাদের শেষ বিশ্বকাপ। মুশফিক এবং সাকিব পাঁচটি বিশ্বকাপ খেলেছে।’


‘যারা ক্রিকেট খেলা শুরু করেছে এবং এটি নিয়ে স্বপ্ন দেখেছে তাদের জন্য পাঁচটি বিশ্বকাপ খেলা দারুণ ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটের অল্প সময়ের জার্নিতে সেরা ক্রিকেটার হিসেবে তাদেরকে পেয়েছে। তারা যদি ছেড়ে দিতে চায় তাহলে আমি বলতে পারি এটা বাংলাদেশের ক্রিকেটে ব্যাটন পরিবর্তন হওয়ার মতো।’



২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেট ছাড়তে চান সাকিব, এমনটা নিজেই জানিয়েছেন বিশ্বকাপের আগে। কদিন আগে আইসিসির ভিডিওতে মাহমুদউল্লাহ নিশ্চিত করেছেন তিনি দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন। গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হতে পারে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এদিকে মুশফিক কবে নাগাদ ছাড়বেন তা এখনও নিশ্চিত নয়।


এসব নিয়ে অভিজ্ঞ তিন ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল হাথুরুসিংহকে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তাদের সঙ্গে আমার এই ধরনের কোনো কথা হয়নি। কারণ আমরা শুধু পরের ম্যাচের দিকে ফোকাস করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball