promotional_ad

অস্ট্রেলিয়াকে ৫ বার বিশ্বকাপ জেতানো ল্যানিংয়ের অবসর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৮ ঘন্টা আগে
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

স্বাস্থ্যগত সমস্যায় পরপর তিন সিরিজ বাইরে ছিলেন মেগ ল্যানিং। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়াকে পাঁচবার বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। মাত্র ৩১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।


বৃহস্পতিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ল্যানিং। যদিও অস্ট্রেলিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট এবং বিগ ব্যাশে নিয়মিতই খেলা চালিয়ে যাবেন তিনি। অস্ট্রেলিয়া নারী দলকে চারটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন ল্যানিং।



promotional_ad

তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। তবে আমার মনে হয়, এটিই সঠিক সময়। প্রায় ১৩ বছর আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করতে পেরে আমি ভাগ্যবান। তবে আমি জানি, নতুন কিছুর জন্য এগিয়ে যাওয়ার এখনই সঠিক সময়।'


'দলীয় সাফল্যের জন্য মূলত এই খেলাটি খেলা। আমি যা কিছু অর্জন করতে পেরেছি, তা নিয়ে গর্বিত এবং সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবসময় আমার হৃদয়ে বড় জায়গাজুড়ে থাকবে।'


২০১০ সালে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ল্যানিং। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মোট ২৪১টি ম্যাচ খেলেন ল্যানিং। অধিনায়কত্ব করেন ১৮২ ম্যাচে। তার অধিনায়কত্বে ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে অজিরা।



২০২২ সালে অস্ট্রেলিয়া নারী দলকে ওয়ানডে বিশ্বকাপও জেতান ল্যানিং। অস্ট্রেলিয়ার হয়ে ১০৩ ওয়ানডেতে ৫৩.৫১ গড়ে ২১টি হাফ সেঞ্চুরি ও ১৫টি সেঞ্চুরিতে চার হাজার ৬০২ রান করেন ল্যানিং। এই সংস্করণে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারো।


এ ছাড়া টি-টোয়েন্টিতে ১৩২ ম্যাচে ১২১ ইনিংস ব্যাটিং করে ৩৬.৬১ গড়ে তিন হাজার ৪০৫ রান করেছেন ল্যানিং। এই সংস্করণে ১৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরিও করেন তিনি। প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে মাত্র ছয়টি টেস্ট খেলেছেন ল্যানিং। এই সংস্করণে সেঞ্চুরি নেই তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball