promotional_ad

শচিনের দেখা সেরা ইনিংস, ম্যাক্সওয়েলের ২০১*

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

আফগানিস্তানের দেয়া ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫০ রানের মধ্যেই চার ব্যাটসম্যান হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। এরপর দলীয় ৯১ রানের মধ্যে আরও তিন ব্যাটসম্যান ফিরে গেলে আফগানিস্তানের আরেকটি রূপকথার গল্প দেখছিলেন অনেকে।


যদিও আফগানিস্তানের সেই স্বপ্ন সত্যি হতে দেননি গ্লেন ম্যাক্সওয়েল। প্যাট কামিন্সকে নিয়ে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে অভাবনীয় জয় এনে দেন তিনি। যদিও এই জুটির ১৭৯ রানই এসেছে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে।



promotional_ad

মারকুটে এই অজি ব্যাটার অপরাজিত ছিলেন ২০১ রান করে। ম্যাক্সওয়েলের এই ইনিংসকে অনেকেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সেরা ইনিংস হিসেবে মূল্যায়ন করছেন। ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার ম্যাক্সওয়েলের এই ইনিংসকে নিজের চোখে দেখা সেরা ইনিংস বলেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্সওয়েলের প্রশংসা করে শচিন বলেন, ‘সর্বোচ্চ চাপ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স। আমার জীবনে দেখা সেরা ওয়ানডে ইনিংস এটাই। আফগানিস্তানকে ভালো সংগ্রহ এনে দেওয়ার জন্য ইব্রাহিম জাদরান দুর্দান্ত এক ইনিংস খেলেছে। দ্বিতীয় ইনিংসেও তারা দারুণ শুরু করেছে, ৭০ ওভার ভালো ক্রিকেট খেলেছে। তবে ম্যাক্সওয়েলের খেলা শেষ ২৫ ওভার ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দেওয়ায় যথেষ্ট ছিল।’


ম্যাক্সওয়েলের ইনিংসে মুগ্ধ হয়েছেন তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ বিরাট কোহলিও। তিনি ইনস্টাগ্রামে ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির একটি মুহূর্তের ছবি শেয়ার করে স্টরিতে লিখেছেন, 'শুধু তুমিই এটা করতে পারো। উন্মাদ।’ 



ম্যাক্সওয়েলে বুদ হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও। তিনি আফগানিস্তানের ফিল্ডারদের দোষারোপ করে বলেছেন, 'আফগানিস্তান ম্যাক্সওয়েলের দুটো ক্যাচ নষ্ট করেছে। তবে ম্যাক্সওয়েল দারুণ ব্যাটিং করেছে। আমার জীবনে এমন ঘটনা আগে কখনো দেখিনি। ইনজুরির কারণে সে ক্রিজ ছেড়ে আসতে পারতো অথবা লড়াই ছেড়ে দিতে পারতো কিন্তু সে তা করেনি। দেশের জন্য সে লড়ে গেছে। তাকে ধন্যবাদ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball