মাসসেরার দৌড়ে বাংলাদেশের নাহিদার সঙ্গী এমিলিয়া-ম্যাথিউস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অক্টোবরের প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার দৌড়ে থাকা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ছেলেদের তালিকায় আছেন ভারতের জসপ্রিত বুমরাহ, সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।
আর মেয়েদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার, নিউজিল্যান্ডের এমিলিয়া কের ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। নাহিদা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন নাহিদা।
এর মধ্যে প্রথম মধ্যে ৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যান নিজের করে নিয়েছেন তিনি। পরের দুই ম্যাচে আরও ৩ উইকেট পেয়েছেন তিনি। আর তাতেই মাস সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন তিনি।

নাহিদার সঙ্গে মনোনয়ন পাওয়া ম্যাথিউস অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে ৯৯ রানের অপরাজিত ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে আরও বিধ্বংসী ব্যাটিংয়ে খেলেন ১৩২ রানের ইনিংস। শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭৯ রান। বল হাতে নিয়েছেন তিনটি উইকেটও।
ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ২০ ও ২৩ রান করে আউট হন। এদিকে সাউথ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলে মাসসেরার দৌড়ে নাম লিখিয়েছেন এমিলিয়া। শেষ ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নিয়েছিলেন এই কিউই অলরাউন্ডার।
এরপর টি-টোয়েন্টি সিরিজে ৭০ ও ৬১ রানের দুটি ইনিংস খেলেন তিনি। এমন পারফরম্যান্সের পর সিরিজ সেরার পুরস্কারও হাতে ওঠে তার। এদিকে পুরুষদের মাসসেরার তালিকায় থাকা তিন ক্রিকেটারই চলমান বিশ্বকাপে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন।
ডি কক ৭১.৮৩ গড়ে অক্টোবরে ৪৩১ রান করেছেন। সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে। পাশাপাশি ১০টি ক্যাচ ও একটি স্টাম্পিং নিয়ে সেরার দৌড়ে আছেন তিনি। এদিকে এবারের বিশ্বকাপ স্বপ্নের মতো কাটছে তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর। তিনি অক্টোবরে ৬ ম্যাচে ৮১.২০ গড়ে ৪০৬ রান করেছেন। পাশাপাশি ৩ উইকেট নিয়ে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই কিউই ক্রিকেটার।
বিশ্বকাপে সেরা ফর্মে না থাকলেও ভারতের অন্যতম সেরা পারফর্মার বুমরাহ। তিনি অক্টোবর মাস জুড়ে ১৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ রানে দুটি, আফগানিস্তানের বিপক্ষ ৩৯ রানে ৪টি ও পাকিস্তানের বিপক্ষে ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন তিনি।