সাকিবের পক্ষে হার্শা, ম্যাথিউসের পক্ষে আফ্রিদি-হরভজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিরাজ বড় মনের পরিচয় দিয়েছে: মিঠুন
৩১ ডিসেম্বর ২৪
বিশ্বকাপের উত্তাপের মাঝেই গতকাল নতুন এক আউটের সূচনা হলো আন্তর্জাতিক ক্রিকেটে। সাকিব আল হাসানের আপিলে প্রথমবারের মত কোনও ক্রিকেটার টাইমড আউট হলো। যার শিকার হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যথিউস। তবে নিয়মে থাকলেও এটা মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও হরভজন সিং। তবে ক্রিকেট ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হার্শা ভোগলের মতে সাকিবই সঠিক।
সোমবার সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন সাদিরা সামারাবিক্রমা। এরপর মাঠে নামার কথা ছিলো ম্যাথিউসের। কিন্ত আইসিসির বেধে দেওয়া নির্ধারিত সময়ের আগে বল খেলতে ব্যর্থ হন এই লঙ্কান ব্যাটার। টিভি রিপ্লেতে দেখা যায় যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয় সেটি কাজ করছিল না তার। এরপর আরেকটি হেলমেট আনা হয় সেটিও পছন্দ হয়নি ম্যাথিউসের। নিয়ম অনুযায়ী আউট দেয়া হয় তাকে।

এদিকে প্রথম ইনিংস শেষেই ম্যাচের চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডষ্টক টাইমড আউটের নিয়ম সম্পর্কে স্পষ্ট ভাবে কথা বলেন। তিনি জানান, 'একজন ব্যাটার হিসাবে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি মাঠে যাওয়ার আগে আপনার সকল সরঞ্জাম (ব্যাট, প্যাড, হেলমেট) ঠিক আছে কিনা। কারণ আপনাকে দুই মিনিটের মধ্যে উইকেটে এসে (একটি) বলের মুখোমুখি হতে হবে।'
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
অথচ ম্যাথিউস ব্যর্থ হয়েছেন সেই কাজটাই করতে। নির্ধারিত সময়ের থেকে বেশি সময় পার হয়ে গেলে মাঠে থাকা কোনও একজন ফিল্ডার সাকিবকে নিয়ম সম্পর্কে অবগত করে। এরপর সাকিব আম্পায়ারকে ব্যাপারটি জানান। আম্পায়ারও নিশ্চিত করেন নিয়ম অনুযায়ী ম্যাথিউস আউট। তবে সাকিব চাইলে তাকে ফিরিয়ে আনতে পারবেন। অবশ্য সাকিব সেটাতে রাজি হননি।
এদিকে নিয়মে থাকলেও ব্যাপারটি মানতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি, 'বাংলাদেশ কি করেছে বুঝতে পারছি না। অ্যাঞ্জেলো ম্যাথুস তার ক্রিজে ছিলেন এবং তিনি ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন। এটি একটি সরঞ্জামের সমস্যা এবং সাকিব আল হাসানের এখানে স্পোর্টসম্যানশিপ দেখানো উচিত ছিল। এমনটা হওয়া উচিত হয়নি।'
অভিযোগের দিক থেকে সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন কিছুটা বেশিই উত্তেজিত ছিলেন। তিনি শুধু সাকিব নয় বরং আম্পায়ার মারাইস ইরাসমাসের দিকেও আঙুল তুলেছেন। তিনি বলেন, 'একেবারে বাজে, প্রথমে জিজ্ঞাসা করলেন সাকিব এবং তারপর আম্পায়াররা অ্যাঞ্জেলো ম্যাথুসকে আউট দিয়ে সম্পূর্ণ ফালতু কাজ করলেন।'
অবশ্য এমসিসির নিয়মে যেহেতু এমন আউটের বিধান রয়েছে। এমন সাকিব যেহেতু নিয়ম বহির্ভূত কোনও কাজ করেন নি। তাই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা সাকিবের পক্ষই নিয়েছেন, 'সাকিবের আপিল করার অধিকার রয়েছে, সে কি করবে না করবে সেই সিদ্ধান্ত নেয়ার আমরা কেউ না। ম্যাথিউস ও শ্রীলঙ্কার ভক্তরা হতাশ পারে, রাগ করতে পারে। কিন্ত নিয়ম অনুযায়ী সে আউট হয়েছে।'