‘বাংলাদেশ-জিম্বাবুয়ের বিপক্ষে খেললে আগেই শচিনের রেকর্ড ভাঙত কোহলি’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩
১২ মার্চ ২৫
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর টানা দুই ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার। অবশেষে পেয়েছেন কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরির দেখা। ওয়ানডেতে শচিন টেন্ডুলকারের ৪৯তম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসি??েছেন তিনি। যদিও বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে খেললে এই রেকর্ড আরও আগেই ভেঙে ফেলতেন কোহলি, এমনটাই মনে করেন মোহাম্মদ আমির।
ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। তবে নিজেদের উইনিং মোমেন্টাম ধরে রাখা ও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি ফাইনালে যাওয়ার জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাও বেশ গুরুত্বপূর্ণ ছিলই ভারতের জন্য। এমন ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি করেন কোহলি।

বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডেতে কোহলির ঝুলিতে ছিলো ৪৭টি সেঞ্চুরি। ফলে বিশ্বকাপে মাত্র দুটি সেঞ্চুরি করতে পারলেই শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিলো কোহলির সামনে।
২০২১ বিশ্বকাপের পর লুকিয়ে থাকতে হয়েছিল বরুনকে
৩ ঘন্টা আগে
আসরের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রানে আউট হয়ে আক্ষেপে পুড়েছিলেন তিনি। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে ৯৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি।
এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ করলেও ৪৯তম সেঞ্চুরি পাওয়ার অপেক্ষা যেন ফুরোচ্ছিলই না তার। অবশেষে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই আক্ষেপ ঘুচিয়েছেন কোহলি। তার সেঞ্চুরি মন ছুঁয়েছে আমিরের। তার মতে, কোহলির মতো ব্যাটারের সঙ্গে কারোরই তুলনা হয় না।
পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, 'আমি বুঝতে পারি না মানুষ কেন বিরাট কোহলির সঙ্গে অন্য প্লেয়ারদের তুলনা করে। যে কোনও ধরনের তুলনাই বোকামি। বিরাট কোহলি যদি নেদারল্যান্ডস, নেপাল, বাংলাদেশ, জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলত, তাহলে শচিন টেন্ডুলকারের রেকর্ড বহু আগেই ভেঙে দিত। সে এসব সিরিজে তেমন খেলে না।'