বাংলা ভাষা জানায় বাংলাদেশকে বোকা বানাতেন ধোনি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২১ বিশ্বকাপের পর লুকিয়ে থাকতে হয়েছিল বরুনকে
৮ ঘন্টা আগে
আইসিসির এমন কোনো শিরোপা নেই, যা মহেন্দ্র সিং ধোনি জিতেননি। অধিনায়ক হিসেবে বরাবরই অসাধারণ ভারতের বিশ্বকাপজয়ী এই নেতা। চৌকস ফিল্ড প্লেসমেন্ট থেকে শুরু করে ব্যাটারদের মন বুঝে বোলিংয়ে পরিবর্তন আনাসহ সকল ক্ষেত্রেই এখনকার ক্রিকেটে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। নিজের কৌশলী অধিনায়কত্ব নিয়ে কখনোই সেভাবে কিছু বলেননি ধোনি। এবার নিজ অধিনায়কত্বের গোপন একটি দিক জানিয়েছেন তিনি। বাংলা ভাষাকে অস্ত্র করেই বাংলাদেশকে কাবু করতেন তিনি।
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে অতীতের কিছু স্মৃতি তুলে ধরেন ধোনি। তার আলোচনায় স্থান পায় বাংলাদেশও। ভারতের রাঁচির বাসিন্দা হওয়ায় হিন্দির পাশাপাশি বাংলা ভাষাও নিয়মিত শুনতেন ধোনি। খড়গপুরে চাকরি করার সুবাদেও বাংলাটা অল্প বলতে পারতেন। কেননা সেখানকার 'দ্বিতীয় ভাষা' ছিল বাংলা।

তার এই বাংলা ভাষা জানাটা মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খুব কাজে দিতো। খেলা চলার সময় মাঠে মাতৃভাষাতেই কথা বলে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর উইকেটের পেছনে থাকায় অথবা ওভার শেষে দিক বদলের সময় উইকেটে থাকা ব্যাটারদের পরিকল্পনা কানে আসত তার। একইভাবে নিজে যখন ব্যাটিং করতেন তখনও উইকেটের পেছন থেকে ভেসে আসা পরিকল্পনা শুনতেন তিনি।
ধোনি বলেন, 'খড়গপুরে রেলওয়ের চাকরি (রেলওয়ে টিকিট চেকার) করার সময় বাংলাটা খুব ভালো বুঝতাম। এখন বললে হয়তো ভুল হতে পারে। তাতে কারও কারও খারাপও লাগতে পারে। কিন্তু আমি বাংলাটা ভালো বুঝতে পারি।'
তিনি আরও বলেন, 'আশেপাশে যদি কেউ বাংলা বলে সেটা আমি বুঝতেই পারি। মজার ব্যাপার হল, আমরা তখন বাংলাদেশে খেলছিলাম। আমি সেই সময় ব্যাটিং করছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের কোন সদস্যদেরই ধারণা ছিল না যে আমি বাংলা জানি। আমার পেছন থেকে উইকেটকিপার তখন ফাস্ট বোলারকে কিছু পরামর্শ দিচ্ছিল। স্বাভাবিকভাবেই আমার আগে থেকেই আন্দাজ ছিল যে বোলার কিরকম বল করতে পারে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা—আরে, এ তো বাংলা বুঝতে পারে!'
২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন ধোনি। এর মধ্যে তিনি জিতেছেন ২৫টি ম্যাচে। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান ধোনি। তবে এখনও আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসকে পাঁচবার শিরোপা জেতানো এই ক্রিকেটার।