২ বছর পরিকল্পনায় অটুট থেকেই সফল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি
২৮ ফেব্রুয়ারি ২৫
এবারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে এখন পর্যন্ত দুটি জয় পেয়েছে আফগানিস্তান। আসরের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যেই আসর জমিয়ে দিয়েছে দলটি। দলটির সাফল্যের পেছনে লম্বা সময়ের পরিকল্পনা এবং এর বাস্তবায়নকেই দায়ী করছেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আফগানরা হারিয়েছিল স্পিন-জালে আটকে দিয়ে। আগে ব্যাটিং করে ২৮৪ রানের পুঁজি গড়ে আফগানরা। পরে ইংল্যান্ডকে ২১৫ রানে আটকে দেয় দলটি। সেদিন তিন আফগান স্পিনার মুজিব উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবীরা মিলে তুলে নেন আট উইকেট।

দিল্লিতে অমন জয়ের পর চেন্নাইতে পাকিস্তানকে হারায় আফগানরা। বাবর আজমদের তোলা ২৮২ রান অতিক্রম করে আফগানিস্তান জিতে নেয় ছয় বল এবং আটটি উইকেট হাতে রেখে। ইংল্যান্ডের বিপক্ষে বোলিং নিয়ে জিতলেও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং দিয়ে জিততে দেখা যায় দলটিকে।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
আজ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে আফগানিস্তান। ম্যাচের আগে এক প্রশ্নের জবাবে হাশমতউল্লাহ বলেন, ‘এই দলটা নিয়ে আমরা গত দুই বছর কাজ করেছি। ধারাবাহিকভাবে একই দল নিয়ে খেলেছি। কিছু জায়গায় আমরা ভালো করছিলাম না, বিশেষ করে ডেথ বোলিংয়ে পেস বিভাগে। এ জন্য আমরা কাজটা করতে সক্ষম, এমন একজনকে নিতে চেয়েছি। নাভিন উল হক দলে ছিল না, বিশ্বকাপে তাকে নিয়ে আসা হয়েছে।’
‘এই দলটা বিশ্বকাপ দিয়ে শুরু হয়নি। দুই বছর ধরেই এ নিয়ে কাজ করেছি। নিয়মিতভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে খেলেছি। প্রচুর ঘরোয়া পঞ্চাশ ওভার ক্রিকেট খেলেছি। নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম। একই দলে স্থির থেকেছি। যখন ভালো করছিলাম না, তখনো এই দল এবং একই খেলোয়াড়দের ওপর বিশ্বাস রেখেছি। তাদের প্রচুর সুযোগ দেওয়া হয়েছে।’
দশ দলের বিশ্বকাপে আফগানিস্তান আছে সাত নম্বরে। দুই ম্যাচ জিতে দলটির পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে আফগানিস্তানের নিচে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং ইংল্যান্ড।