বাংলাদেশের উচিত বড় দলের বিপক্ষে অন্তত লড়াই করা: আকরাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের
১২ মার্চ ২৫
কিছুদিন আগেই নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড মন্তব্য করেছিলেন বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়। সেই মন্তব্যটা টাইগাররা আর ভুল প্রমাণ করতে পারল না। টানা পাঁচ ম্যাচ হেরে ইতোমধ্যে সেমিফাইনালের পথটা শেষ করে ফেলেছে তারা। এদিকে পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম মনে করেন বিশ্বকাপ না জিতলেও টাইগারদের উচিত বড় দলগুলোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করা।
আইসিসির ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ৩ নম্বরে থেকে বিশ্বকাপের মূল আসর নিশ্চিত করেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিলো এবার ভালো কিছু করার। কিন্তু চলতি আসরে টানা পাঁচ হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের। যেখানে বড় দলগুলোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করার কথা সেখানে নেদারল্যান্ডসের মত ছোটো দলের কাছেই হার মানতে হচ্ছে টাইগারদের।

অবশ্য বিশ্বকাপের শুরুটা বেশ ভালোই করেছিল সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছিল তারা। এরপর যেনো হারের খাঁচায় বন্দী হয়েছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭, ভারতের বিপক্ষে ৭ উইকেট, ও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে দলটি। যা ছিলো একদম অপ্রত্যাশিত। এমনকি ব্যাপারটি সহজভাবে নিতে পারেননি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
৪ ঘন্টা আগে
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, '(আমি) বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। (বাংলাদেশের) নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন ধরনের উইকেটে হবে।'
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত টাইগারদের সব থেকে বড় দুর্বলতার জায়গা হচ্ছে ব্যাটিং। যেখানে চলতি আসরে দলগুলো অনায়াসে আড়াইশ থেকে তিনশ খুব সহজেই পার করছে। সেখানে বাংলাদেশ মাত্র একট ম্যাচে ২৫০ রানের বেশি করতে পেরেছে। অবশ্য এর জন্য টাইগারদের ব্যাটিং অর্ডার বেশ সমালোচিত হয়েছে। অনেকেই মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদের পজিশন আরও উপরে হওয়া উচিত।
মাহমুদউল্লাহকে নিয়ে ঠিক একই রকম চিন্তা ওয়াসিম আকরামের। তিনি বলেন, 'দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটসম্যানকে চারে অথবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কি ভাবছে। কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে। আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, (সে) এক পাশ আগলে রাখবে।'