মালিঙ্গাকে দিয়ে শেন বন্ডকে নিলো রাজস্থান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগে রাজস্থান রয়্যালসের পেস বোলিংয়ে কোচের দায়িত্ব ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন লাসিথ মালিঙ্গা। এবার মুম্বাই ছেড়ে রাজস্থানে মালিঙ্গার রেখে যাওয়া জায়গা নিলেন শেন বন্ড। পেস বোলিংয়ের সঙ্গে সহকারী কোচের দায়িত্বও পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
২০১২-১৫ পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন বন্ড। তার সময়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১৫ সালে মুম্বাইয়ের পেস বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। মুম্বাইয়ের সঙ্গে নয়টি মৌসুমে কাজ করেছেন বন্ড।

যেখানে চারটি শিরোপা জিতেছে রোহিত শর্মাদের দল। এই সময়ে জসপ্রিত বুমরাহ, মিচেল ম্যাক্লেনেঘান, ট্রেন্ট বোল্টদের মতো পেসারদের নিয়ে কাজ করেছেন এবং তাদের টি-টোয়েন্টি স্পেশালিস্ট বানাতে বড় ভূমিকা রেখেছেন। এবার রাজস্থানে প্রসিধ কৃষ্ণা, নবদীপ সাইনি, সন্দীপ শর্মা, কুলদীপ সেন, ওবেদ ম্যাককয়, বোল্ট, কেএম আসিফ এবং কুলদীপ যাদবদের সঙ্গে কাজ করবেন বন্ড।
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে পেস বোলিং এবং সহকারী কোচ হিসেবে পেয়ে বেশ খুশি রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা। এদিকে রাজস্থানে যোগ দিয়ে রোমাঞ্চিত বন্ডও। তিনি বলেন, ‘রাজস্থান রয়্যালসে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তারা এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা কিনা সামনের কথা ভাবে এবং ভালো করতে প্রত্যয়ী।’
মুম্বাইয়ের বোলিং পরামর্শক হিসেবে কাজ করার পর রাজস্থানের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মালিঙ্গা। রাজস্থানের হয়ে দুই মৌসুম কাজ করেছেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার। তবে এবার নিজের পুরনো ঠিকানায় ফিরেছেন তিনি। আগামী মৌসুম থেকে মুম্বাইয়ের পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন মালিঙ্গা। সাবেক এই পেসারের সঙ্গে মুম্বাইয়ের সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো।
২০০৯ সালে প্রথমবার মুম্বাইয়ের জার্সিতে খেলেছেন মালিঙ্গা। এক দশকের বেশি সময় মুম্বাইকে প্রতিনিধিত্ব করে ২০১৯ সালে আইপিএল থেকে অবসর নেন তিনি। আইপিএলে রাজস্থানের হয়ে কাজ করলেও মুম্বাইয়ের সঙ্গে ছিলেন আলাদা লিগে। মুম্বাইয়ের অধীনে সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপটাউন এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।
এবার মুম্বাইয়ের তিন দলেরই বোলিং কোচ হয়েছেন তিনি। প্রায় ১৩ বছর ধরে মুম্বাইয়ের সঙ্গে আছেন মালিঙ্গা। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছেন তিনি। যেখানে আইপিএলে চারটি, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলোয়াড় হিসেবে দুটি ট্রফি জিতেছেন। এদিকে মেজর লিগে মালিঙ্গার ট্রফি আছে পেস বোলিং কোচ হিসেবে