promotional_ad

আফিফের দৃঢ়তায় শ্বাসরুদ্ধকর জয় পেল খুলনা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

১৩৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তিনদিনেই জয়ের সম্ভাবনা জানিয়েছিল খুলনা। যদিও দিনের শেষ বেলায় দ্রুত ৩ উইকেট হারিয়ে পাল্টা চাপে পড়ে দলটি। দিনের শেষ ওভারে অমিত মজুমদার, মোহাম্মদ মিঠুন ও নাহিদুল ইসলামের উইকেট তুলে নেন হাসান মুরাদ। আর তাতেই ম্যাচে ফেরে চট্টগ্রাম বিভাগ। যদিও একপ্রান্ত আগলে রেখে খুলনাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আফিফ হোসেন ধ্রুব।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন সকালেই ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় খুলনা। আগের দিন শেষ করা আফিফ ও জিয়াউর রহমান এদিন শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। তবে দলীয় ১১৯ রানেই খুলনার শিবিরে দিনের প্রথম আঘাতটা হানেন এনামুল হক আশিক।



promotional_ad

এই পেসারের বলে বোল্ড হয়ে মাত্র ৮ রান করেই ফেরেন জিয়াউর। জয়ের জন্য তখনও খুলনার প্রয়োজন ১৪ রান। আগের দিনের মতো চতুর্থ দিনও বল হাতে জোড়া আঘাত হেনেছেন মুরাদ। তিনি আরিদুল ইসলাম আকাশ (৫) ও আব্দুল হালিমকে আউট করেন শূন্য রানেই। তখনও জয় থেকে ৪ রান দূরে খুলনা।


যদিও এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি আফিফ। তিনি শেষ পর্যন্ত ৪৭ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে খুলনাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। শেষ ব্যাটার আল আমিন যদিও দুইবার স্ট্রাইকে গেলেও তাকে আউট করতে পারেননি চট্টগ্রামের বোলাররা।


মুরাদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে চার মেরে দলের নিশ্চিত করেন আফিফ। চট্টগ্রামের হয়ে ২১ রান দিয়ে ৬ উইকেট নিলেও ১ উইকেটের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুরাদকে। প্রথম ইনিংসে অবশ্য শামিম পাটোয়ারীর হাফ সেঞ্চুরিতে ২৪২ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।



জবাবে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে ২৮৫ রান করে ৪৩ রানের লিড পায় খুলনা। দ্বিতীয় ইনিংসে আল আমিন, সৌম্য সরকারদের বোলিং তোপে ১৭৫ রানে থামে চট্টগ্রাম। ফলে ১৩৩ রানের সহজ লক্ষ্য পায় খুলনা। কিন্তু সেই লক্ষ্য পেরুতেই ঘাম ঝড়াতে হয়েছে খুলনাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball