আইসিসির সঙ্গে একমত নন দ্রাবিড়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন
৯ মার্চ ২৫
এবারের বিশ্বকাপে ফর্মের তুঙ্গে রয়েছে ভারত। টানা চার ম্যাচ জিতে প্রায় সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। অন্যদিকে নিউজিল্যান্ডও টানা চার ম্যাচে জয় পেয়েছে। দুই দলই এখনও অপরাজিত বিশ্বকাপের আসরে।
রবিবার তারা একে অপরের বিপক্ষে মাঠে নামছে। কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে, আফগানিস্তানকে ৮ উইকেটে, পাকিস্তানকে ৭ উইকেটে আর বাংলাদেশকেও সমান ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।

ভারত নিজেদের চারটি ম্যাচ খেলেছে ভিন্ন চারটি ভেন্যুতে। যথাক্রমে চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ ও পুনেতে অস্ট্রেলিয়া, আফগানিস্তানি, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছে তারা। ভারতের খেলা চার মাঠের দুটিকে গড়পড়তা রেটিং দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অবশ্য আইসিসির এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আহমেদাবাদ ও চেন্নাইয়ের উইকেটকে গড়পড়তা বলার কোনো সুযোগ নেই বলে মনে করেন সাবেক এই ভারতীয় ব্যাটার। আইসিসি যদি সব ম্যাচে ৩৫০ রানের উইকেট দেখতে চায় তাহলে এর সঙ্গে একমত হবে না দ্রাবিড়।
তিনি বলেছেন, ‘আমি শ্রদ্ধা নিয়েই বলছি, এই দুটি উইকেটকে দেওয়া গড়পড়তা রেটিংয়ের সঙ্গে একমত নই। আমি তো বলব, দুটিই খুব ভালো উইকেট ছিল। আপনি যদি শুধু ৩৫০ রানের ম্যাচই দেখতে চান এবং সেই সব উইকেটকেই ভালো রেটিং দেন, তাহলে আমি সেটার সঙ্গে একমত নই।’
চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অল আউট করে দিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে ৬টি নিয়েছিলেন স্পিনাররা। অন্যদিকে আহমেদাবাদে ভারতের বোলারদের তোপে ১৯১ রানে অল আউট হয়ে যায় পাকস্তান। ভারতের স্পিনাররা নেন ৪ উইকেট।