promotional_ad

নাজমুল অপুর ঘূর্ণিতে ৩ দিনেই জিতল ঢাকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাওয়াদের ঝড়ো হাফ সেঞ্চুরি, মুশফিক-শান্তর রাজশাহীর বিদায়

১৮ ডিসেম্বর ২৪
জাওয়াদ আবরার, ক্রিকফ্রেঞ্জি

আগে থেকেই ৪৪ রানে পিছিয়ে ছিল সিলেট বিভাগ। ঢাকাকে বড় লক্ষ্য দিতে সিলেটের ব্যাটারদের হাতে দারুণ কিছু করা ছাড়া বিকল্প ছিল না। তবে নাজমুল ইসলাম অপুর স্পিনে নাকাল হয়ে সেটা করতে পারেননি জাকির হাসানরা। ১১৬ রানে গুটিয়ে গিয়ে ঢাকাকে ৭৩ রানের লক্ষ্য দেয় তারা। সহজ লক্ষ্য ঢাকা পেরিয়ে গেছে মাত্র ৩ উইকেট হারিয়ে। টানা দুই রাউন্ডেই জয় পেল ঢাকা।


বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিন দেখেশুনেই শুরু করেছিলেন মিজানুর রহমান ও জাকির। তবে সকালটা সিলেটের হতে দেননি শুভাগত হোম।ডানহাতি এই স্পিনারের বলে মাহিদুল ইসলাম অংকনের হাতে ক্যাচ দিয়ে ১৫ রান করেই ফেরেন মিজানুর। এরপর উইকেট থিতু হওয়ার চেষ্টা করা জাকিরকে ফেরান অপু।


বাঁহাতি এই স্পিনারের বলে ডিফেন্স করতে গিয়ে শট পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন সিলেটের অধিনায়ক। জাকিরের ব্যাট থেকে এসেছে ১৪ রান। এরপর আসাদুল্লাহ আল গালিবকেও ফাঁদে ফেলেন অপু। ১৩ রান করা গালিব শর্ট থার্ডম্যান অঞ্চলে আব্দুল মাজিদের কাছে দিয়ে ফেরেন। টপ অর্ডারের চরম ব্যর্থতার পর ম্যাচের হাল ধরার চেষ্টা করেন শামসুর রহমান শুভ। তৌফিক খানকে নিয়ে গড়েন ৩২ রানের জুটি।


বড় হতে থাকা এই জুটিও ভাঙেন অপু। দলের উইকেটকিপার ব্যাটার তৌফিক অপুর বলে শুভাগতর হাতে ক্যাচ তুলে ফেরেন সাজঘরে। এর কিছুক্ষণ পর দলের সর্বোচ্চ ২৯ রান করা ব্যাটার শামসুরকেও ফেরান অপু। ফলে ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পরে সিলেট। এরপর দলের আর কোনও ব্যাটার দুই সংখ্যার ঘরেই পৌঁছাতে পারেনি।


সিলেটের ব্যাটারদের নাকাল করে নিজের স্পিন জাদু দেখিয়েছে। রেজাউর রহমানকে শূন্য রানে বোল্ড করে পঞ্চম বারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ উইকেট পেলেন এই স্পিনার। এরপর রান আউটে রাহাতুল ফেরদৌস (৬) ফিরলে ঢাকার বাকি কাজটা সারেন শুভাগত। পরপর দুই বলে আবু জায়েদ রাহী (৬) ও নাবিল সামাদকে (০) আউট করে সিলেটকে ১১৬ রানে থামায় ঢাকা। তাদের হয়ে আপু ৩৮ রানে পাঁচ উইকেট ও শুভাগত নেন ২৪ রানে ৩টি।



promotional_ad

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রনি তালুকদার আউট হন মাত্র ৯ রান করে। এরপর দলীয় ৫১ রানে জয়রাজ শেখ ২০ রান করে ফিরে গেছেন। জয়ের কাছাকাছি এসে দলের আরেক ব্যাটার তাইবুর রহমান আউট হন মাত্র ১ রানে। এরপর আর কোনও উইকেট না হারিয়ে ওপেনার মাজিদুর রহমানের ২৬ রানে ভর করে জয়ের বন্দরে পৌছে যায় ঢাকা।


ম্যাচের প্রথম ইনিংসে সিলেট গুটিয়ে যায় ২১২ রানে। তবে রনি ও শুভাগতর জোড়া হাফ সেঞ্চুরিতে সেই রান টপকে প্রথম ইনিংসেই ৪৪ রানের লিড পায় ঢাকা। জবাবে দ্বিতীয় ইনিংসে সিলেটের ব্যাটিং ব্যর্থতায় চলতি এনসিএল মৌসুমে টানা দ্বিতীয় জয় পায় ঢাকা।


সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-


সিলেট বিভাগ (প্রথম ইনিংস)- ২১২/১০ (৭১.২ ওভার)


ঢাকা বিভাগ (প্রথম ইনিংস)- ২৫৫/১০ (৭৮.৫ ওভার)


সিলেট বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ১১৬/১০ (৫৪.৩ ওভার)



ঢাকা বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ৭৫/৩ (১৮.২ ওভার)


ফলাফল: ঢাকা ৭ উইকেটে জয়ী


ম্যাচসেরা: নাজমুল ইসলাম অপু



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball