বাংলাদেশ ম্যাচের আগের জরিমানা গুনলেন রোহিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩
১২ মার্চ ২৫
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এই ম্যাচের আগেই জরিমানা গুনলেন রোহিত শর্মা। তবে খেলা বিষয়ক ???িছুতে নয়, রোহিত জরিমানা গুনেছেন ট্রাফিক আইন ভাঙায়।
মুম্বাই থেকে পুনে যাওয়ার রাস্তায় ট্রাফিক আইন ভাঙেন রোহিত। ভারতের গণমাধ্যম জানিয়েছে, এই কারণে নাকি রোহিতের গাড়ির নম্বরে মোট তিনবার জরিমানার টাকা কাটা হয়েছে।

দেশটির গণমাধ্যম লিখেছে, স্ত্রীসহ ব্যক্তিগত ল্যাম্বর্গিনি গাড়িতে চড়ে মুম্বাই থেকে পুনে যাচ্ছিলেন রোহিত। রাস্তায় নির্ধারিত গতিসীমা ভাঙেন তিনি। রোহিতের গাড়ি নাকি এই রাস্তায় ঘণ্টায় ২০০ কিলোমিটারের চেয়ে অধিক গতিতে চলছিল।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৬ মার্চ ২৫
হাইওয়েতে মোট তিনবার গতিসীমার চাইতেও অধিক গতিতে তাকে গাড়ি চালানো অবস্থায় দেখা গেছে। আর আইন অনুযায়ী তিনবারই জরিমানা গুনতে হয়েছে রোহিতকে।
স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ভারতের অধিনায়কের এমন বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় শঙ্কা প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, টিম বাসেই পুনেতে যাওয়া উচিত ছিল ভারতের অধিনায়কের।
যদিও এই ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অথবা ভারত জাতীয় দলের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। শূন্য রানে আউট হয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন রোহিত। পরের দুই ম্যাচেই উপহার দিয়েছেন দুর্দান্ত দুটি ইনিংস।