promotional_ad

‘কোচ-অধিনায়কের সিদ্ধান্তেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৯ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

বিশ্বকাপে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে সাকিব আল হাসানের দল। দল যেহেতু হেরেছে, আলোচনায় এসেছে বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং পজিশনের রদবদল। এর পুরো দায় কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিবকে দিচ্ছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।


আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিন নম্বরে নামেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে নাজমুল হোসেন শান্ত নামেন চারে। এই ম্যাচটি জিতে বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিনে নামতে দেখা যায় শান্তকে।


সেদিন চার নম্বরে নামেন অধিনায়ক সাকিব নিজেই। আর মিরাজের জায়গা হয় পাঁচ নম্বরে। এই ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আবার আগের লাইন-আপে ফিরে যায় বাংলাদেশ। এবার তিনে মিরাজ ও চারে নামেন শান্ত। যদিও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।


ব্যাটিং অর্ডারে ঘনঘন এমন পরিবর্তনের পক্ষে নন সুজন। বিশেষ করে কোনও পজিশনে বিশেষজ্ঞ কোনও ব্যাটারের পজিশন পরিবর্তন করতে চান না তিনি। যদিও কোচ এবং অধিনায়কের সিদ্ধান্তে বিশ্বাস রাখতে বলছেন সাবেক এই ক্রিকেটার।



promotional_ad

সুজন বলেন, 'আমি মনে করি সুনির্দিষ্ট ব্যাটিং পজিশন গুরুত্বপূর্ণ। আমরা কেন বলি বিশেষজ্ঞ? ঠিক না? ওপেনার বিশেষজ্ঞ, তিন নম্বরের বিশেষজ্ঞ এভাবে বলে। মিরাজ কিছু জায়গায় সফল হয়েছে। তবে আমদের ব্যাটিং অর্ডার যেহেতু লম্বা সেটা নিয়ে একটা পরিকল্পনা থাকতে পারে (কোচ ও অধিনায়কের)।'


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

'তবে আমি মনে করি, শান্ত কখনো বলেনি সে তিন, চার বাঁ পাঁচে খেলবে না। দলের প্রয়োজনে ওকে হয়ত খেলতে হতেও পারে। তবে যেটা প্রশ্ন ছিল, শান্ত গত এক-দেড় বছর ধরে তিনে ব্যাটিং করছে সব ফরম্যাটে। এটা হয়ত তার লে-আউট পজিশন। আমি বিস্মিত হই বা না হই, এটা অধিনায়ক-কোচের সিদ্ধান্ত। আমাদের এটাকেই সঠিক ধরে এগিয়ে যেতে ??বে।'


শুধু টপ অর্ডারে নয়, বাংলাদেশ দলের লোয়ার মিডল অর্ডার নিয়েও উঠেছে প্রশ্ন। তাওহীদ হৃদয়ের সাতে নামা কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটারের আটে নামা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এর মাঝেই।


এসবের ব্যাখায় সুজন আরও বলেন, 'ওয়ানডেতে এমন একটা অবস্থা থাকে মাঝেমধ্যে আপনাকে পরিবর্তন আনতে হয়। মিরাজ আর শান্তর যে ব্যাপারটা থাকে আমরা অনেক সময় বাঁহাতি- ডানহাতি চিন্তা করে.. কোচ-অধিনায়ক সেভাবে চিন্তা করছে। অনেক সময় এটা প্রয়োজনীয় না। আর হৃদয়ের ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু সাকিবে পাঁচে খেলাচ্ছি, মুশফিককে ছয়ে খেলাচ্ছি, হৃদয় সাতে যাবে এটাই তো স্বাভাবিক।'


'রিয়াদও অনেক পরে ব্যাটিং করছে। আরমা যেহেতু একজন ব্যাটার বেশি নিয়ে খেলছি, তাই ব্যাটিং অর্ডারটা এরকম মনে হচ্ছে। যে যার পজিশনে ব্যাটিং করবে এটা হয়ত ভালো, শান্ত হয়ত এশিয়া কাপে চারে নেমে একশ করেছে। এটা যে খুব বড় ইস্যু তা না। এরকম মনে হচ্ছে কারণ আমাদের টপ অর্ডার ভালো খেলতে পারছে না। আমরা রান করতে পারলে হয়ত পুরো চিত্রটা ভিন্ন হতো।'



 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball