promotional_ad

সাকিব খেলতে চায়, আমরা ঝুঁকি নিতে চাই না: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ঊরুর চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। এরপর মাঠেই ফিজিওর সেবা নিতে দেখা গিয়েছিল তাকে। ব্যাটিংয়ের পর সেই চোট নিয়েই কিউইদের বিপক্ষে ১০ ওভার বোলিং করেছেন এই অলরাউন্ডার।


অবশ্য ম্যাচ শেষ হতেই হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। যদিও তার স্ক্যান রিপোর্টে কি রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।



promotional_ad

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সোমবার পুনেতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চান না। প্রয়োজনের সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তারা। সাকিব খেলতে পারবেন কিনা ভারতের বিপক্ষে এই বিষয়টি ফিজিও-চিকিৎসকদের হাতে ছেড়ে দিয়েছেন তিনি।


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

সাকিবের ইনজুরি নিয়ে খোলাসা করে সুজন বলেন, ‘ব্যথা থাকতেই পারে। যেহেতু (মাংসপেশি) ছিঁড়ে যাওয়ার ব্যাপার আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন হাঁটলেও ব্যথা হয়, সাকিবের ওরকম সমস্যা নেই। সে জন্যই আমরা একটু আশাবাদী।'


'মাঠে না গেলে, আস্তে হাঁটা ও দৌড়ের মধ্যে তো পার্থক্য আছে, যেহেতু শেষ ম্যাচে সে রান নিতে গিয়েই ব্যথা পেয়েছিল। কাল (আগামীকাল) হয়তো ওগুলো দেখবে। যদি এমনও বলি ৯০ শতাংশ কিংবা ৯৫ শতাংশ ফিট, শেষ ম্যাচে কিন্তু সে ব্যথা পাওয়ার পরও পুরো ১০ ওভার বোলিং করেছে। সাকিব চাচ্ছে খেলতে, তবে এটা অবশ্যই ওর ফিটনেসের ওপর নির্ভর করছে।’



বাংলাদেশ এক সপ্তাহের মধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে। বাকি ছয় ম্যাচ খেলবে ১৯ দিনের মধ্যে। এতো বড় টুর্নামেন্টে সাকিবকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। কারণ ঝুঁকি নিয়ে খেললে সাকিবের লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ারও শঙ্কা আছে।


সুজন বলেছেন, ‘টুর্নামেন্টে এখনো ৬টা ম্যাচ বাকি। আমরা কেউ চাই না একটা ম্যাচ খেলে সে বাকি ম্যাচগুলো মিস করুক। তবে ফিজিওরা একটা সিদ্ধান্ত তো নেবেনই। এটা কোচের সিদ্ধান্ত নয়। সাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে, সাকিব এই ম্যাচ খেলায় তার ক্যারিয়ারের জন্য সমস্যা হোক। কিংবা দীর্ঘ মেয়াদে কোনো বিপদে পড়ুক। আমরা চাইব, সাকিব যদি মনে করে এবং ফিজিওর ছাড়পত্র থাকলে অবশ্যই খেলবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball