আফগানদের এই জয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গাজানফারের বদলি হিসেবে মুজিবকে দলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স
১৬ ফেব্রুয়ারি ২৫
ইংল্যান্ডের বিপক্ষে মুজিব উর রহমানের অসাধারণ পারফরম্যান্সেই জিতেছে আফগানিস্তান। দল জেতাতে ব্যাটে-বলে অসাধারণ অবদান রেখেছেন আফগান এই স্পিনার। ম্যাচসেরার পুরষ্কারও জিতেছেন তরুণ এই স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য জয়কে নিজ দেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করেছেন তিনি।
বিশ্বকাপের খেলা রবিবারের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে আফগানরা। ব্যাট হাতে শেষদিকে নেমে ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন মুজিব। রহমানউল্লাহ গুরবাজের ৮০ এবং ইকরাম আলী খিলের ৫৮ রানের পাশে মুজিবের এই রান ইংল্যান্ডের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এরপর হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়ে আফগানদের জয়ের নায়ক বনে যান মুজিব। জো রুট, হ্যারি ব্রুক এবং ক্রিস ওকসের উইকেট নেন তিনি। এর মধ্যে রুট এবং ওকসকে সরাসরি বোল্ড করেন এই স্পিনার।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
আর ৬১ বলে ৬৬ রান করে ইংল্যান্ডকে সবসময় ম্যাচে রাখার চেষ্টায় থাকা ব্রুককে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।
মুজিব বলেন, 'বিশ্বকাপে আসতে পারা এবং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে পারার মুহূর্তটি খুবই গর্বের। গোটা দলের জন্য দারুণ অর্জন এটি। আর এই ধরনের সুযোগের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। বোলার ও ব্যাটসম্যানরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমি এই পুরস্কার দেশের মানুষকে উৎসর্গ করছি, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।'
গত ৭ অক্টোবর ভূমিকম্প হয়েছিল আফগানিস্তান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। সেই প্রাকৃতিক দুর্যোগে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারান।