promotional_ad

বাংলাদেশের জার্সিতে ১৫০ কিমি গতিবেগে বল করতে চান তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

৮ এপ্রিল ২৫
সাদা পোশাকে তানজিম হাসান সাকিব

বাংলাদেশের পেসারদের মধ্যে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্ম আছেন তাসকিন আহমেদ। গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন টাইগার এই পেসার। অন্যান্য পেসারদের চেয়ে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ গতিতে বোলিং করতে দেখা যাচ্ছে তাকে। এবার দেশের হয়ে ১৫০ কিমি গতিবেগে বল করার ইচ্ছার কথা জানিয়েছেন তাসকিন।


সাম্প্রতিক সময়ে গড়ে ১৩৮ থেকে ১৪০ কিমি গতিবেগে বল করতে দেখা যাচ্ছে তাসকিন। বিধ্বংসী পেসে দলকে দ্রুত সময়ে ব্রেক থ্রু এনে দিচ্ছেন তিনি। যদিও বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে কিছুই করে দেখাতে পারেননি এই পেসার।


তবে বিশ্বকাপের আগ পর্যন্ত নিয়মিতই দলকে বল হাতে দ্রুত সফলতা এনে দিতেন তাসকিন। বিশ্বকাপেও নিজের গতিশীল বোলিংয়ের ধারা বজায় রাখতে চান তাসকিন। বাংলাদেশিদের হয়ে প্রথমবারের মতো ১৫০ কিমি গতিবেগে বোলিং করার ইচ্ছা তার।


promotional_ad

আইসিসি প্রকাশিত এক ভিডিওতে তাসকিন বলেন, 'বাংলাদেশের হয়ে যদি আমি ১৫০ কিমি গতিবেগে বোলিং করতে পারি, তাহলেই আমি খুশি হবো। কেউই এটা আগে করেনি। তাই আমি ১৫০ গতিবেগে বোলিং করতে চাই এবং আরও বেশি উইকেট নিতে চাই।'


আরো পড়ুন

২৫ বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় শান্তর আক্ষেপ, নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতি

২৫ মিনিট আগে
সিলেট টেস্টের আগে অনুশীলনে বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি

একইদিনে তাসকিন কথা বলেছেন নিজের অভিষেক ম্যাচ নিয়েও। ভারতের বিপক্ষে ২০১৪ সালে নিজের আন্তর্জাতিক অভিষেকে পাঁচ উইকেট নেন এই পেসার। সেই ম্যাচে বাংলাদেশকে জেতাতে না পারলেও রবিন উথাপ্পা, চেতেশ্বর পূজারা, আম্বাতি রাইডু, স্টুয়ার্ট বিনি এবং অমিত মিশ্রকে ফেরান তাসকিন।


তিনি আরও বলেন, 'আমি কখনোই আশা করিনি যে আমি আমার অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেব। আমি শুধু ভালো বোলিংই করতে চেয়েছিলাম, কিন্তু সেটা ছিল ভারতের বিপক্ষে আমার স্বপ্নের অভিষেক।'


দেশের হয়ে গত বিশ্বকাপের আগে ফর্মে থাকলেও শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ায় ২০১৯ বিশ্বকাপে খেলা হয়নি তাসকিনের। স্কোয়াডে না থাকায় সেবার কেঁদেছিলেন তাসকিন। আইসিসির সামনে আবারও সেই স্মৃতি রোমন্থন করেন তিনি।


তাসকিন বলেন, '২০১৯ বিশ্বকাপে আমি স্কোয়াডে ছিলাম না, সেটা আমার জন্যে খুব কষ্টের ছিল। সেদিন আমি প্রায় কেঁদেই দিয়েছিলাম। তবুও আশা করেছিলাম দেশের হয়ে আমি আরও একটি ম্যাচ খেলতে চাই। সবাই বলত আমি ফুরিয়ে গেছি। তবে মানুষ হিসেবে আপনি কিছু মন থেকে চাইলে সেটার পেছনে অনেক পরিশ্রম করবেন। তারপর আল্লাহ সেটা আপনাকে দেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball