promotional_ad

উইলিয়ামসন জানেন, চেন্নাইয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে নিউজিল্যান্ড। তারওপর চোট কাটিয়ে কেন উইলিয়ামসনের ফেরা কিউইদের জন্য বড় অনুপ্রেরণা। কিন্তু এসবের মাঝেও নিউজিল্যান্ড দলকে ভাবনায় রাখছে চেন্নাইয়ের উইকেট। কারণ এম. এ. চিদাম্বারম স্টেডিয়াম বরাবরই স্পিনারদের পক্ষে কথা বলে।


চলতি বিশ্বকাপে চেন্নাইয়ের মাঠে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে একটি। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সেই ম্যাচে রাজত্ব করেছিল স্পিনাররা। তাই চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াইয়ের আগে মূল আলোচনায় চেন্নাইয়ের উইকেট।


উপমহাদেশের দল হওয়ার চিপকের উইকেট থেকে বাড়তি সুবিধা নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তা ছাড়া সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদীর মত স্পিনাররা আছেন দলে। নিউজিল্যান্ডর অধিনায়ক উইলিয়ামসনও বাংলাদেশের স্পিনারদের ক্ষমতা সম্পর্কে অজ্ঞ আছেন।



promotional_ad

উইলিয়ামসন মনে করেন, বিশ্বকাপের আসরে যে কেউই যে কাউকে হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে। তা ছাড়া ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার চ্যালেঞ্জ থাকায় দ্রুত মানিয়ে নেয়ারও চ্যালেঞ্জও আছেন বলে মনে করছেন তিনি। তবে মিচেল স্যান্টনার, ইশ সোধি ও রাচিন রবীন্দ্রদের নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান কিউই অধিনায়ক।


উইলিয়ামসন বলেন, 'আমাদের যে আগামীকাল বড় চ্যালেঞ্জের (বাংলাদেশের স্পিনারদের কারণে) সম্মুখীন হতে হবে এ সম্পর্কে অবগত আছি। আইসিসির টুর্নামেন্টে সব দলই সমান, যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। এখানে আপনাকে একেক ভেন্যুতে খেলতে হয়, প্রতিনিয়ত কন্ডিশন পরিবর্তন হয়, ভিন্ন কন্ডিশনে ভিন্ন চ্যালেঞ্জ থাকে।'


'এটা একটা বড় ভূমিকা রাখে। আমরা সবাই জানি চেন্নাইয়ে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। আমি জানি দুই দলেই বেশ ভালো মানের কয়েকজন স্পিনার আছেন, যারা আগামীকালের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু আমাদের একটাই কাজ থাকবে পরিকল্পনা অনুযায়ী খেলা, নিজেদের সেরাটা দিয়ে খেলা।' 


আইসিসির টুর্নামেন্টে সব দলই উইলিয়ামসনের চোখ সমান। তবে বাংলাদেশ দলে যে একাধিক ম্যাচ উইনার আছে তা নিয়েও অবগত তিনি। তার ভাষ্যমতে, 'উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে বাংলাদেশ বেশ অবগত। তাদের অনেকগুলো ম্যাচ উইনার আছে। কিন্তু আমি আবারও ওই বিষয়টাই তুলে ধরব যে আইসিসির টুর্নামেন্টে যে কেউ যে কাওকে হারাতে পারে।'



'এখানে কন্ডিশন বড় ভূমিকা পালন করে, এছাড়া প্রতি দলে একাধিক ম্যাচ উইনার তো থাকেই। প্রত্যেক দলই আপনাকে চ্যালেঞ্জে ফেলবে। এখানে দল হিসেবে ভালো খেলাই আসল কারণ টুর্নামেন্টটা অনেক বড়। তাই আমাদের নিজেদের সেরাটা দিয়েই পুরো টুর্নামেন্টে খেলবে', আরও যোগ করেন। 


এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, 'শুধু ভারতেই নয়, আইসিসির টুর্নামেন্টে আপনি যখন খেলতে নামবেন তখন আপনাকে এটা মাথায় নিয়েই নামতে হবে যে একেক কন্ডিশনের চ্যালেঞ্জ একেক রকম থাকবে।'


'এগুলোর সঙ্গে আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে, সেটা টুর্নামেন্টের শুরু হোক বা মাঝপথে হোক  বা শেষে স্পিন আপনাকে পরীক্ষায় ফেলতেই পারে। আমরা দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করছি, পূর্বের দুই ম্যাচের ফলাফল আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে' আরও যোগ করেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball